রণবীর কপূর-আলিয়া ভট্ট অবশ্য এ নিয়ে নিশ্চুপ। মুখে কুলুপ পরিবারেরও। ১৭ এপ্রিল সাত পাক ঘুরতে চলেছেন এই চর্চিত তারকা-যুগল।
রণবীর- আলিয়ার বিয়ে নিয়ে বলিউড জুড়ে শোরগোল। এ বার শোনা গেল, বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে যাচ্ছে ১৪ এপ্রিল থেকেই! ঠিকানা চেম্বুরের পারিবারিক বাংলো।
রণবীর-আলিয়ার বিয়ে উপলক্ষে সেজে উঠছে চেম্বুরে পরিবারের ঐতিহ্যবাহী আরকে বাংলো এবং বিরাট লন। সেখানেই হবে বিয়ের আয়োজন। পঞ্জাবি রীতি মেনে বিয়ের নানা অনুষ্ঠানের আয়োজন হবে সেখানেই। শোনা যাচ্ছে, রণবীরের প্রিয় বন্ধু অয়ন মুখোপাধ্যায় এবং করণ জোহর তো বটেই বিয়ের অনুষ্ঠানে সামিল হবেন ভিকি কৌশল-ক্যাটরিনা কইফ। অতিথি তালিকায় রয়েছেন রণবীর সিংহ, দীপিকা পাড়ুকোনও।
বিয়ে নিয়ে চর্চার ফাঁকেই অবশ্য মিলছে পারিবারিক অশান্তির ইঙ্গিত। পরিবারের ঘনিষ্ঠ বৃত্তের একজন জানিয়েছিলেন, কপূর খানদানের রীতি মেনেই হবে রণবীরের বিয়ে। তাই বাবা-মা ঋষি কপূর-নীতু সিংহের মতো রণবীর-আলিয়াও সাত পাক ঘুরবেন আর কে বাংলোতেই।
সুত্রঃ আন্দবাজার