শুক্রবার , ৪ মার্চ ২০২২ | ১৮ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

সাংবাদিকের যে প্রশ্নে ক্ষেপে যান লিটন দাস

প্রতিবেদক
Probashbd News
মার্চ ৪, ২০২২ ৫:১১ পূর্বাহ্ণ
সাংবাদিকের যে প্রশ্নে ক্ষেপে যান লিটন দাস

Spread the love

আফগানিস্তান সিরিজে ব্যাট হাতে একাই মোহাম্মদ নবির দলকে হারিয়ে দিচ্ছেন লিটন দাস। 

আফগানিস্তানের বিপক্ষে ২-১ ব্যবধানে বাংলাদেশের ওয়ানডে সিরিজ জয়ে মুখ্য অবদান ছিল লিটন দাসের। একটি করে সেঞ্চুরি ও ফিফটিসহ তিন ম্যাচে ৭৪.৩৩ গড়ে সর্বোচ্চ ২২৩ রান করেন সিরিজসেরা লিটন।

দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হিসাবে বুধবার প্রকাশিত আইসিসি ওয়ানডে ব্যাটারদের র‌্যাংকিংয়ে ক্যারিয়ারসেরা অবস্থানে উঠে এসেছেন বাংলাদেশ ওপেনার। তিন ধাপ এগিয়ে লিটন এখন ৩২ নম্বরে। 

তার ব্যাট হাসলো মিরপুরে প্রথম টি-টোয়েন্টি ম্যাচেও। খেলেছেন ৪৪ বলে ৬০ রানের ইনিংস। 

এমন সব দুর্দান্ত পারফরম্যান্সের পর যে কথাটি উঠে আসে তাহলো – বিশ্বকাপ ব্যর্থতায় টি-টোয়েন্টি দলে জায়গা হারিয়েছিলেন লিটন দাস। তাকে ছাড়াই সাজানো হয়েছিল পাকিস্তান সিরিজের দল। 

পরে বিপিএল ও বাকি দুই ফরম্যাটে ভালো করে লিটন আবারও ফিরেছেন জাতীয় দলে। আর টি-টোয়েন্টি দলে প্রত্যাবর্তনের ম্যাচেই লিটন হাঁকালেন দারুণ এক অর্ধশতক। 

আর এমন পারফরম্যান্সের পর সংবাদ সম্মেলনে এসে লিটন কটু মেজাজ হারালেন। কারণ পাকিস্তান সিরিজে তার বাদ পড়ার বিষয়টিকে সংবাদ সম্মেলনে ‘ব্রেক’ আখ্যা দিয়ে উপস্থাপন করা হয়েছিল ‘বিশ্রাম’ বা ‘বিরতি হিসেবে’।

এতেই ক্ষেপে যান লিটন।  

এক সাংবাদিক ‘বাদ দেওয়া’ না বলে ‘বিশ্রাম’ বলতে চাইলে ক্ষোভ উগরে দেন লিটন। বলেন, ‘আমাকে বিশ্রাম দেওয়া হয়েছিল নাকি বাদ?। বিশ্রাম কী? আমি কি অনেক ক্রিকেট খেলে ফেলেছি, যে বিশ্রাম নেব।  ছুটি? পুরো খবর আগে ভালো করে জানবেন, তারপর প্রশ্ন করবেন। বিশ্বকাপের পর এসে সরাসরি ন্যাশনাল লিগে খেলেছি, ছুটি নিলাম কোথায়?’

তবে এরপর পরই মেজাজ সামলে নেন লিটন। 

জাতীয় দল থেকে এই বিরতি-ই তাকে দুর্দান্ত ফর্মে তুলতে সহায়তা করল কি না এমন প্রশ্নের জবাবে লিটন বলেন, ‘আমি তো কিছু না কিছু খেলছিলামই। টেস্ট খেলছিলাম, ওয়ানডে খেলেছিলাম। ধারাবাহিক ছিলাম। তারা আমাকে মনে করেছে, লিটনকে খেলালে ভালো হবে। আমি চেষ্টা করেছি শতভাগ দেওয়ার।’ 

এর পর এ ওপেনার বলেন, ‘টি-টোয়েন্টিতে চাপ বেশি। ওয়ানডেতে সময় পাওয়া যায়। টেস্টে আরও বেশি। যদি ছন্দে থাকেন সব সংস্করণই সহজ হয়ে যায়। আর টি-টোয়েন্টি চাপের খেলা হলেও ভালো ইনিংস খেলার জন্য সময় থাকে। 

আফগানিস্তানের বিপক্ষে বিশেষ পরিকল্পনা ছিল বাংলাদেশের। বিশেষ করে পাওয়ারপ্লেতে বেশি রান করতে চেয়েছিল স্বাগতিকরা। 

লিটন বলেন, ‘আমাদের পরিকল্পনা ছিল ১৬০ রান করার। এর বেশি চিন্তা করলে ঝুঁকি নিতে হতো। স্পিনে তারা খুবই ভালো। আমরা চিন্তা করেছি ১৫০/১৬০ রান করার।

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত
দেশে আসতে প্রবাসীদের জন্য নতুন নির্দেশনা দিল সরকার

দেশে আসতে প্রবাসীদের জন্য নতুন নির্দেশনা দিল সরকার

এবার কাস্টমস কমিশনার এনামুলের ৯ কোটি টাকার সম্পত্তি জব্দের নির্দেশ

ইতালিতে বাংলা স্কুল মনফালকনে গরিঝিয়া এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও বই বিতরণী সম্পন্ন

উসকানির বিষয়ে শ্রমিকদের সতর্ক থাকতে বললেন প্রধানমন্ত্রী

উসকানির বিষয়ে শ্রমিকদের সতর্ক থাকতে বললেন প্রধানমন্ত্রী

সেই আঁছিয়ার পরিবারের পাশে মাশরাফি

রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনে ‘গণহত্যা’ চালানোর অভিযোগ বাইডেনের

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের আরো দুই ট্রাস্টি রেহেনা ও বেনজীরকে দুদকে তলব

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের আরো দুই ট্রাস্টি রেহেনা ও বেনজীরকে দুদকে তলব

গাজায় দিনের পর দিন খাবার ছাড়াই থাকছেন প্রতি তিনজনের একজন: ইউনিসেফ

‘বাংলাদেশের যেকোনো সুসংবাদ সৌদি আরবের জন‍্য আনন্দের’

যৌনকর্মীরা আছে বলেই নারীরা এত নিরাপদে: মিথিলা

Translate »