এ এক আজব হাট। যে হাট থেকে মাছ মাংস শাক সবজি যাই নেয়া হোকনা কেন, দিতে হবেনা এক কানাকড়িও। হাটে পাওয়া যাচ্ছে তেল, ডাল, মাছ, মাংস, পেঁয়াজ, রসুন এবং সবজিসহ রকমারি ইফতার সামগ্রী।
পবিত্র রমজান মাস উপলক্ষে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে হতদরিদ্র ও নিম্ন আয়ের মানুষের জন্য আয়োজন করা হয়েছে এই ফ্রি হাট। এই মানবিক বাজারের উদ্যোক্তা মুক্তির বন্ধন ফাউন্ডেশন। বিনামূল্যে বাজার পেয়ে ভীষণ খুশি হতদরিদ্র মানুষ।
ভয়েস: জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ী ইউনিয়নে উত্তর বনগাঁওয়ে একটি খোলা মাঠে বসানো হয়েছে এই ফ্রি হাট। আয়োজকরা বলছেন, লোক লজ্জার ভয়ে যারা হাটে আসতে পারেনি তাদের পণ্য বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেয়া হচ্ছে। আর তাদের পাশে থেকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা।
এমন আয়োজনে দেশের যুবসমাজকে মানুষের কল্যাণে পাশে দাঁড়ানোর জন্য উদ্বুদ্ধ করবে বলে মনে করেন উপজেলা নির্বাহি কর্মকর্তা।
প্রত্যেক ইউনিয়ন এবং উপজেলা পর্যায়ের বিত্তবানদের এভাবে দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানালেন জেলা প্রশাসক।
রমজানের প্রথম দিনে ফ্রি হাটের কর্মসুচির উদ্বোধন করা হয়। এই কার্যক্রমের আওতায় মাস জুড়ে দুই হাজার পরিবারকে ১২শ টাকা মূল্যের পণ্য দেয়া হচ্ছে বলে জানালেন আয়োজকরা।