অনলাইন টেলিভিশন নোয়া ভিশনে ৮ এপ্রিল থেকে শুরু হচ্ছে হামদ ও না’তে রসুল ভিত্তিক রিয়েলিটি শো। ১ম থেকে ৬ষ্ঠ শ্রেণীর শিশুরা ‘ক’ এবং ৭ম থেকে ১০ম শ্রেণী পর্যন্ত শিশুরা ‘খ’বিভাগে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। বিচারকদের নাম্বার, দর্শকদের ভোট এবং নোয়া ভিশন পেজ লাইক যোগ করে নির্ধারণ করা হবে মোট নাম্বার। এভাবে ৪ সপ্তাহ থেকে দুটি বিভাগে ১৬ জন প্রতিযোগিকে গ্র্যান্ড ফিনালের জন্য নির্বাচিত করা হবে।
পবিত্র ঈদুল ফিতরের পর অনুষ্ঠিত হবে গ্র্যান্ড ফিনালে এবং দুই বিভাগ থেকে সর্বমোট ৬ জনকে পুরুস্কৃত করা হবে।
চ্যাম্পিয়ন, ১ম রানার্স আপ এবং ২য় রানার্সআপকে দেয়া হবে আকর্ষণীয় পুরুস্কার।
নোয়া ভিশন পেজে প্রচারিত বিজ্ঞাপনের কমেন্ট বক্সে অথবা মেসেঞ্জারে নাম, শ্রেণী, বিষয় ও মোবাইল নাম্বার উল্লেখ করে রেজিস্ট্রেশন করা যাবে। রেজিস্ট্রেশনের পর কর্তৃপক্ষ ফোন করে নিশ্চিত করবেন চূড়ান্ত রেজিস্ট্রেশন।
উল্লেখ্য উপরোক্ত রিয়েলিটি শো’ এর প্রধান বিচারকের দায়িত্ব পালন করবেন গীতিকার, সুরকার ও কন্ঠশিল্পী এসএম শামসুদ্দিন টগর। বিচারক হিসেবে আরও অংশগ্রহণ করবেন ওস্তাদ মো. কামাল উদ্দিন, শাহনাজ হাশেম কাজল এবং নোয়া ভিশনের পক্ষ থেকে হিরামন বড়ুয়া।
অনুষ্ঠানটি এপ্রিলের ১ম শুক্রবার থেকে প্রতি শুক্রবার রাত ৮টায় এবং পরদিন বিকাল ৫টায় নোয়া ভিশনে পুণ:প্রচারিত হবে। নোয়া ভিশন হামদ ও নাতে রসুল ইভেন্টের মিডিয়া পার্টনার প্রবাস বিডি নিউজ। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন সাজ্জাদ রাহমান।