বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী সস্ত্রীক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বুধবার তাদের করোনার নমুনা পরীক্ষার রিপোর্টে পজিটিভ আসে।
আমির খসরু ও তার স্ত্রী রাজধানীর বাসায় অবস্থান করছেন। সেখানেই তাদের চিকিৎসা চলছে।
এ তথ্য নিশ্চিত করেছেন আমির খসরু। তিনি বৃহস্পতিবার যুগান্তরকে বলেন, সর্দি-জ্বর, শরীর ব্যথাসহ কিছু উপসর্গে ভুগছি। ডাক্তারের পরামর্শে বাসায়ই চিকিৎসা নিচ্ছি।
বিএনপির আরও কয়েকজন নেতা কোভিডে আক্রান্ত। সাবেক স্পিকার ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার ফের করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। রোববার তার করোনা পরীক্ষা করা হলে ফল পজিটিভ আসে।
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু ও যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনও করোনাভাইরাসে আক্রান্ত। তারা নিজ নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন।