ইতালিতে প্রথমবারের মতো শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে অস্থায়ী স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছে প্রবাসী বাংলাদেশিরা। দেশটির বিভিন্ন অঞ্চলে স্থায়ী ও অস্থায়ী শহীদ মিনার তৈরি হলেও স্মৃতিসৌধে শ্রদ্ধা প্রদর্শন এবারই প্রথম।
প্রথমে বাংলা প্রেস ক্লাব ও জাতীয় অনলাইন প্রেসক্লাব ইতালির সাংবাদিকরা শ্রদ্ধা নিবেদন করেন। এরপর একে একে শ্রদ্ধা নিবেদন করেন সিএসএন বাংলা, বাংলাদেশ সমিতি, ইতালি আওয়ামী লীগ, বিএনপি ইতালি শাখা, ইতালি যুবদল, মহিলা সমাজ কল্যাণ সমিতি, ইতালি বাংলা সমিতিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক নেতৃবৃন্দ।
সংগঠনের প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান বলেন, দূর প্রবাসে থেকেও যখন মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান প্রদর্শন করা হয় তখন গর্বে বুকটা ভরে উঠে। সেইসঙ্গে তিনি আহ্বান করেন আগামী প্রজন্মদের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার জন্য।
আয়োজনের সার্বিক সহযোগিতায় ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী নুর ইসলাম পান্না। আয়োজনের টাইটেল স্পন্সর ছিলো সিএসএন বাংলা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির কর্ণধার পলাশ হাওলাদার। এ সময় অনুষ্ঠানে উপস্থিত বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দরা দূতাবাসের মাধ্যমে একটি স্থায়ী স্মৃতিসৌধ নির্মাণের দাবি জানান।