সাভারে মুজিব বর্ষ উপলক্ষে “১ম রেডিয়েন্ট ফার্মা কাপ গল্ফ টুর্নামেন্টে-২০২২” বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।
শনিবার দুপুরে সাভার গল্ফ ক্লাব এর ক্লাব হাউজ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেনাপ্রধান পুরস্কার বিতরণ করেন।
তিন দিনব্যাপি অনুষ্ঠিত এই টুর্নামেন্টে মোট ৩৫১ জন গল্ফার অংশগ্রহণ করেন। মোট ছয়টি ক্যাটাগরীতে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়েছে। টুর্নামেন্টে মিঃ আরমান চৌধুরী চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।
অন্যান্য ক্যাটাগরিতে বিজয়ীরা হলেন- জুনিয়র উইনার: এ টি এম আইমান ফাবিয়ান. লেডিস উইনার: মিসেস জারাংগিস জাফরী। সিনিয়র উইনার: ব্রিগেডিয়ার জেনারেল মঞ্জুর কাদের (অবঃ)।সুপার সিনিয়র উইনার: ব্রিগেডিয়ার জেনারেল আশফাক। ভ্যাটার্ন উইনার: ইঞ্জিনিয়ার একেএম আব্দুর রাজ্জাক।
অনুষ্ঠানে সাভার গলফ ক্লাবের প্রেসিডেন্ট ও নবম পদাতিক ডিভিশনের এরিয়া কমান্ডার মেজর জেনারেল শাহীনুল হক, রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান মোঃ নাসের শাহরিয়ার জাহেদী, সাভার গলফ ক্লাবের সদস্য সচিবসহ আরো বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও রাফেল ড্র আয়োজন করা হয়।