বৃহস্পতিবার , ২৭ জানুয়ারি ২০২২ | ২৭শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

ইউক্রেনে সেনাসদস্যের গুলিতে ৫ সেনা নিহত

প্রতিবেদক
Probashbd News
জানুয়ারি ২৭, ২০২২ ৭:২০ পূর্বাহ্ণ
ইউক্রেনে সেনাসদস্যের গুলিতে ৫ সেনা নিহত

Spread the love

ইউক্রেন ইস্যুতে যখন বিশ্ব রাজনীতি উত্তপ্ত, তখন এক সেনা সদস্যের গুলিতে দেশটির নিরাপত্তা বাহিনীর পাঁচ সদস্য নিহতের খবর পাওয়া গেল। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। আজ বৃহস্পতিবার পূর্ব ইউরোপের দেশটির মধ্যাঞ্চলীয় একটি সামরিক কারখানায় হতাহতের এই ঘটনা ঘটে। খবর আল-জাজিরার।

ইউক্রেন পুলিশের বরাত দিয়ে গণমাধ্যমটি জানিয়েছে, বৃহস্পতিবার ইউক্রেনের মধ্যাঞ্চলীয় একটি সামরিক কারখানায় দেশটির ন্যাশনাল গার্ড বাহিনীর এক সেনাসদস্য নিরাপত্তা বাহিনীর অন্য পাঁচ সদস্যকে গুলি করে হত্যা করে। এ সময় ওই সেনাসদস্যের গুলিতে আরও ৫ জন আহত হয়। গুলির কারণ এখনও জানা যায়নি।

এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, ইউক্রেনের নিপরোর পিভদেনমাশ ক্ষেপণাস্ত্র কারখানায় বৃহস্পতিবার ভোরে এই ঘটনা ঘটে। সৈন্যদের কাছে অস্ত্র প্রদানের সময় অভিযুক্ত সেনা অন্য পাঁচজনকে গুলি করে হত্যা করে। পরে অভিযুক্ত সেনাসদস্য ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পালিয়ে যাওয়া সেনার খোঁজে পুলিশ তল্লাশি শুরু করেছে।

সর্বশেষ - প্রবাস

Translate »