ইরান থেকে আমদানি কমিয়ে আজারবাইজান থেকে বিপুল পরিমাণ গ্যাস আমদানির পরিকল্পনা করছে তুরস্ক।
এ ব্যাপারে আজাবাইজানের রাষ্ট্রীয় জ্বালানি প্রতিষ্ঠান সোকারের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে তুরস্ক। খবর ডেইলি হুররিয়াতের।
সোকারের উপপ্রধান ইব্রাহিম আহমাদোভ বলেছেন, তুরস্কের চাহিদার কথা মাথায় রেখে আমরা দেশটিতে গ্যাস রফতানি বাড়াতে চাই।
তিনি আরও বলেন, এতে দুই দেশের বাণিজ্যিক ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে।
আজারবাইজানের জ্বালানিমন্ত্রী পারভেজ শাহবাজোভ জানান, ২০০৭ সাল থেকে বছরে ৮৫ বিলিয়ন ঘনমিটার গ্যাস সরবরাহ করে আসছে তুরস্ক।
তুরস্কের বর্তমানে প্রতিদিন প্রয়োজন হচ্ছে ২৯ কোটি ঘনমিটার গ্যাসের চাহিদা রয়েছে। ফেব্রুয়ারি থেকে তুরস্কে প্রতিদিন অতিরিক্ত ৪০ লাখ ঘনমিটার গ্যাস সরবরাহ করবে আজারবাইজান।