মঙ্গলবার , ২৯ মার্চ ২০২২ | ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

কিয়েভ এবং চেরনিহিভে হামলা কমানোর ঘোষণা, শান্তির পথে রাশিয়া

প্রতিবেদক
Probashbd News
মার্চ ২৯, ২০২২ ২:০৮ অপরাহ্ণ

Spread the love

তুরস্কে চলমান শান্তি আলোচনায় অগ্রগতি অর্জনের লক্ষ্যে ইউক্রেনের রাজধানী কিয়েভ এবং চেরনিহিভ শহরে হামলা কমানোর ঘোষণা দিয়েছে রাশিয়া।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের টেলিগ্রাম চ্যানেলে বলা হয়েছে যে, রুশ সেনারা কিয়েভ এবং চেরনিহিভ এই দুটি ফ্রন্টে রুশ সেনাদের ‘সামরিক তৎপরতা ব্যাপকভাবে কমিয়ে আনা হবে’।

রাশিয়ার উপ-প্রতিরক্ষা মন্ত্রী আলেকজান্ডার ফোমিনও বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার ইস্তাম্বুলে রাশিয়ান ও ইউক্রেনীয় প্রতিনিধিদের মধ্যে আলোচনার পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

ফোমিন সাংবাদিকদের বলেছেন, ‘ইউক্রেনের নিরপেক্ষ থাকা এবং পারমাণবিক অস্ত্র না বানানোর প্রতিশ্রুতি এবং তার বিনিময়ে ইউক্রেনকে নিরাপত্তা দেওয়া সংক্রান্ত একটি চুক্তি নিয়ে আলোচনা শুরু হয়েছে। ফলে রাশিয়ান ফেডারেশনের প্রতিরক্ষা মন্ত্রণালয় পারস্পরিক বিশ্বাস বাড়ানোর জন্য এবং আরও আলোচনার জন্য প্রয়োজনীয় পরিস্থিতি তৈরি করতে এবং উপরোক্ত চুক্তি সাক্ষরের বিষয়ে সম্মত হওয়ার চূড়ান্ত লক্ষ্য অর্জনের জন্য কিয়েভ এবং চেরনিহিভের ওপর রুশ সেনাদের হামলা ব্যাপকাভাবে কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে’।

সর্বশেষ - প্রবাস