লিবিয়া ভ্রমণে গিয়ে পাঁচ দিন ধরে নিখোঁজ থাকার পর বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির সাংবাদিক জাহিদুর রহমানের সন্ধান পাওয়া গেছে। বর্তমানে তিনি ত্রিপোলি পুলিশ হেফাজতে রয়েছেন বলে এনটিভি সূত্র জানিয়েছে। তিনি সুস্থ ও ভালো রয়েছেন। জাহিদের সঙ্গে থাকা লিবিয়ায় বাংলাদেশি প্রকৌশলী সাইফুল ইসলাম ও তাদের লিবিয়ার গাড়িচালক মোহাম্মদ খালেদও একই সময় থেকে নিখোঁজ ছিলেন। তবে তাদের সন্ধান পাওয়া গেছে কি না, তা জানা যায়নি।
গত ২১ মার্চ লিবিয়ায় যান জাহিদ। পরে ২৩ মার্চ পরিবারের সঙ্গে তার কথা হয়। এরপর থেকেই তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়। প্রথমদিকে তার পরিবার বিষয়টি বুঝতে না পারলেও পরে অনেকেই জানান, তারাও জাহিদুরের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না।
পরিবার সূত্রে জানা যায়, গত ৩ মার্চ তার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে প্রথমে লন্ডনে যান জাহিদুর। সেখান থেকে আয়ারল্যান্ড, স্কটল্যান্ডে যান তিনি। এরপর ২১ মার্চ তিনি লিবিয়ায় পৌঁছান। লন্ডন থেকে জাহিদুর রহমানের একাধিক প্রতিবেদন এনটিভিতে প্রচার হয়েছে।
জাহিদের পরিবার গণমাধ্যমকে জানায় যে, লিবিয়ার রাজধানী ত্রিপোলি থেকে তাদের অপহরণ করা হয়েছে বলে তারা জানতে পেরেছেন। তবে লিবিয়ায় থাকা প্রকৌশলী সাইফুল ইসলামের পরিবারের ধারণা, ত্রিপোলিতে মিলিশিয়াদের নিয়ন্ত্রণ কম থাকাই ক্ষমতাসীন সরকারের কোনো বাহিনীর কেউ তাদের ধরে নিয়ে যেতে পারে।
যুদ্ধাবস্থার কারণে লিবিয়ায় অনেক বছর ধরে বাংলাদেশি কর্মী পাঠানো বন্ধ ছিল। তবে, গত মাসে লিবিয়ায় কর্মী পাঠানোর ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। কিন্তু, এখনো কর্মী যাওয়া শুরু হয়নি। সাংবাদিক জাহিদ অবশ্য ঢাকা থেকে লিবিয়ার ভিসা নিয়ে গিয়েছেন।