শনিবার , ২৯ জানুয়ারি ২০২২ | ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

নাক দিয়ে রক্ত ​​গলগল করে ঝরছে, তবু হাসিমুখে সাক্ষাৎকার দিচ্ছেন ক্রিকেটার!

প্রতিবেদক
Probashbd News
জানুয়ারি ২৯, ২০২২ ৭:২৭ পূর্বাহ্ণ
নাক দিয়ে রক্ত ​​গলগল করে ঝরছে, তবু হাসিমুখে সাক্ষাৎকার দিচ্ছেন ক্রিকেটার!

Spread the love

বিগ ব্যাশে শিরোপা জেতার পর অতিরিক্ত উদযাপন করতে গিয়ে আহত হয়েছে চ্যাম্পিয়ন দলের তারকা ক্রিকেটার ঝাই রিচার্ডসন। নাকে চোট পান তিনি। 

নাক-মুখ দিয়ে রক্ত ​ঝরতে থাকে তার। তবু সেই চোটকে কোনও গুরুত্ব দিলেন না ঝাই। ফাস্ট বোলারের ওপর এর কোনও প্রভাব পড়েনি। ম্যাচ শেষে মুখের রক্ত মুছতে মুছতে হাসিমুখে সাক্ষাৎকার দিতে থাকেন রিচার্ডসন। খবর দ্য ডেইলি টেলিগ্রাফের।

খবরে বলা হয়,শুক্রবার অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে সিডনি সিক্সার্সকে ৭৯ রানে হারিয়ে শিরোপা জিতে নেয় পার্থ। এ নিয়ে চতুর্থবার বিগ ব্যাশ লিগ জিতল পার্থ স্কর্চার্স। মেলবোর্নের ডকল্যান্ড স্টেডিয়ামে ১৭২ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে সিক্সার্স ১৬.২ ওভারে মাত্র ৯২ রানেই অলআউট হয়ে যায়।

জয়ের পর রিচার্ডসন হেসে বলেন, ‘জেতা সবসময়ই রোমাঞ্চকর।’

দ্য ডেইলি টেলিগ্রাফ পত্রিকার খবরে বলা হয়, পারথ স্কর্চার্সরা এখন সবচেয়ে বেশিবার বিগ ব্যাশ লিগের শিরোপা জিতেছে। জয়ের পর স্কর্চার্স-এর খেলোয়াড়দের ম্য়াচ জযের উদযাপন করতে দেখা গেল। সেলিব্রেশন এতটাই বেড়ে যায় যে এর মধ্যেই নাকে চোট পান ঝাই রিচার্ডসন। তার নাক-মুখ দিয়ে রক্ত​ঝরতে থাকে তার। তবু সেই চোটকে কোনও গুরুত্ব দিলেন না ঝাই। ফাস্ট বোলারের ওপর এর কোনও প্রভাব পড়েনি। ম্যাচ শেষে মুখের রক্ত মুছতে মুছতে হাসিমুখে সাক্ষাৎকার দিতে থাকেন রিচার্ডসন।

আলোচিত ওই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। আলোচিত এই ফাইনাল ম্যাচে রিচার্ডসন ৩.২ ওভারে ২০ রানে দুটি উইকেট নিয়েছেন।

সর্বশেষ - প্রবাস