মঙ্গলবার , ২৯ মার্চ ২০২২ | ১৮ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

`পাতাল রেল ব্যবস্থা চালু করার কোন বিকল্প নেই’

প্রতিবেদক
Probashbd News
মার্চ ২৯, ২০২২ ৮:৩০ পূর্বাহ্ণ

 

রাজধানীর যানজট নিরসনে পাতাল রেল ব্যবস্থা চালু করার কোন বিকল্প নেই। মঙ্গলবার সকালে এক অনুষ্ঠানে একথা বলেন, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
ঢাকা সাবওয়ে নির্মাণের সম্ভাব্যতা সমীক্ষা প্রকল্পের খসড়া চূড়ান্ত প্রতিবেদন তুলে ধরতে রাজধানীর একটি হোটেলে সেমিনারের আয়োজন করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।

অনুষ্ঠানে জানানো হয়, ২০৩০ সালের মধ্যে রাজধানীর মোট ৪টি রুটে সাবওয়ে নির্মাণ করা হবে। প্রথম পর্যায়ে নির্মাণ ব্যয় ধরা হয়েছে, ৪১ হাজার ৩শ ৬ মিলিয়ন ডলার।

২০৪০ সালের মধ্যে আরো ৪টি এবং ২০৫০ সালের মধ্যে আরো ৫টি রুটে সাবওয়ে নির্মানের পরিকল্পনা রয়েছে।

প্রধান অতিথি সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘বাংলাদেশের উন্নয়নের সঙ্গে রাজধানীর বিশৃঙ্খল পরিস্থিতি বেমানান। কারণ পরিকল্পনা ছাড়াই এ শহর গড়ে উঠেছে। এমন অবস্থায় পাতাল রেল নির্মাণের প্রয়োজন অনেক’।

সর্বশেষ - সাহিত্য

Translate »