দেশের সামগ্রিক উন্নয়ন অনেকের চোখেই পড়ে না। তাদের চোখের ডাক্তার দেখানো দরকার। এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রবিবার বিকেলে গণভবন থেকে আওয়ামী লীগ আয়োজিত স্বাধীনতা দিবসের আলোচনাসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।
এসময় প্রধানমন্ত্রী বলেন, বিএনপির মতো যে দলের জন্মই হয়েছে অগণতান্ত্রিভাবে তাদের মুখে গণতন্ত্রের কথা মানায় না। দলটির সদস্যরা রাজনীতিবিদদের গালি দিয়ে পরে আবার তারাই রাজনীতির পোশাক পরে। দলটি মিথ্যা কথা বলায় পারদর্শী বলেও অভিযোগ করেন শেখ হাসিনা।
সরকার প্রধান আরও বলেন, এতিমের অর্থ আত্মসাৎকারী অথবা গ্রেনেড হামলা, দশ ট্রাক অস্ত্র চোরাকারবারি, অর্থ পাচারকারী সাজাপ্রাপ্ত আসামি হচ্ছেন তাদের দলের নেতা। সেই দলকে মানুষ কেন ভোট দিতে যাবে। মানুষ তো ভোট দেবে না।
শেখ হাসিনা আরও বলেন, মাটি ও মানুষের সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ। আওয়মী লীগ ক্ষমতায় আসলে মানুষের ভাগ্য পরিবর্তন হয়। আমরা যে ওয়াদা করেছি সেই ওয়াদা আমরা পূরণ করেছি। আজকে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির পিতার জন্মশতবার্ষিকীর সময়ে বাংলাদেশ উন্নয়নশীল দেশ। উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশ আরও এগিয়ে যাবে, এই দেশকে কেউ পেছেনে টেনে ধরতে পারবে না।
পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রবিবার বিকেলে বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কার্যালয়ে স্বাধীনতা দিবসের আলোচনায় দলের কেন্দ্রীয় নেতারা দেশের উন্নয়নে বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন। গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্যের শুরুতেই দেশের ধারাবাহিক উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরেন।