শনিবার , ২৬ মার্চ ২০২২ | ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

সৌদির তেল কারখানায় ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

প্রতিবেদক
Probashbd News
মার্চ ২৬, ২০২২ ৬:০৪ পূর্বাহ্ণ

Spread the love

 

সৌদি আরবের রাষ্ট্র-নিয়ন্ত্রিত তেল কোম্পানি আরামকো’র সর্ববৃহৎ তেল ডিপোতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা।

শুক্রবারের এই হামলায় জেদ্দায় আরামকোর একটি সরবরাহ কেন্দ্রে আগুন ধরে গেলেও ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে সৌদি।

ইয়েমেনের সেনা মুখপাত্র ইয়াহিয়া সারিয়ি বলেছেন, জেদ্দায় আরামকোর বৃহত্তম তেল ডিপোতে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এছাড়া সৌদি আরবের রাস তানুরা ও রাবিগ্ব তেল শোধনাগারে ড্রোন হামলা চালানো হয়েছে। সেইসঙ্গে রাজধানী রিয়াদের একাধিক স্পর্শকাতর স্থাপনায়ও হামলা চালানো হয়েছে বলে সারিয়ি জানান।

সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় জিযান ও নাজরান শহরেও আরামকোর তেল স্থাপনায় ড্রোন হামলা চালানোর খবর দিয়েছেন ইয়েমেনের সেনা মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি। তিনি বলেন, ইয়েমেনের ওপর সৌদি আরবের গত সাত বছরের ভয়াবহ আগ্রাসনের জবাবে এসব হামলা চালানো হয়েছে।

সাম্প্রতিক সময়ে সৌদির জ্বালানিসহ অন্যান্য প্রতিষ্ঠানকে লক্ষ্য করে হুথিরা হামলার পরিমাণ বাড়িয়েছে বলে জানিয়েছে রয়টার্স। এই ধরনের হামলায় বিশ্বজুড়ে তেল সরবরাহ ব্যবস্থায় সংকট তৈরী হলে তার দায় সৌদি নেবেনা বলে জানিয়েছে দেশটির জ্বালানি মন্ত্রণালয়।

এদিকে, হামলার প্রতিশোধ নিতে শনিবার ইয়েমেনে হামলা শুরু করেছে সৌদি জোট। রাজধানী সানাসহ বেশ কয়েকটি এলাকাকে কেন্দ্র করে এই হামলা চালানো হচ্ছে।

২০১৫ সালের ২৫ মার্চ থেকে ইয়েমেনের ওপর ভয়াবহ আগ্রাসন শুরু করে সৌদি আরব। হুতি বিদ্রোহীদের ইরান সমর্থন দিচ্ছে বলে বিশ্বাস করে সৌদি আরব। ওই আগ্রাসন শুরুর সপ্তম বার্ষিকীর দিন আগ্রাসী শক্তির বিরুদ্ধে ধারাবাহিক সফল অভিযান চালাল ইয়েমেনের সশস্ত্র বাহিনী।

সর্বশেষ - প্রবাস

Translate »