মানবিক কারণে জাতিসংঘে ইউক্রেনের পক্ষে ভোট দেয়ায় উন্নয়নমূলক কাজে বাধা আসলে তা সামলে নেবে বাংলাদেশ। তবে, রাশিয়ার পক্ষ থেকে কাজে কোন ধরনের প্রভাব পড়বে না বলে আশা প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
শনিবার সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমীতে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান উপলক্ষ্যে একথা বলেন তিনি।
এসময় এ কে আব্দুল মোমেন বলেন, বাংলাদেশ শান্তির পক্ষে। বিশ্বে যুদ্ধ চায়না। তাই ইউক্রেনের পক্ষে ভোট দিয়েছে বাংলাদেশ। যুদ্ধ খুব দ্রুত শেষ হবে বলে আমাদের প্রত্যাশা। আমাদের কাজে একটু সমস্যা হবে, তবে সেটা আমরা সামলে নিব।
এছাড়াও পররাষ্ট্রমন্ত্রী বলেন, পাকিস্তানিদের ৭১ এ গণহত্যার জন্য জাতীয়ভাবে ক্ষমা চাওয়া উচিত। একইসঙ্গে যারা এই অপকর্মের সাথে জড়িত ছিলো তাদের শাস্তির আওতায় আনা উচিত বলেও দাবি করেন পররাষ্ট্রমন্ত্রী। যারা মারা গিয়েছেন তাদের মরনোত্তর বিচার করতে হবে বলেও মনে করেন তিনি।
এর আগে, ইউক্রেনে রাশিয়ার হামলার জেরে উদ্ভূত মানবিক সংকট নিরসনে অবিলম্বে ব্যবস্থা নিতে জাতিসংঘের সাধারণ পরিষদে একটি প্রস্তাব আনা হয়। বৃহস্পতিবার অনুষ্ঠিত ভোটাভুটিতে এ প্রস্তাবের পক্ষে ভোট দেয় বাংলাদেশ। ১৪০ ভোটে প্রস্তাবটি পাস হয়।
রাশিয়া, সিরিয়া, উত্তর কোরিয়া, ইরিত্রিয়া এবং বেলারুশ প্রস্তাবটির বিপক্ষে ভোট দেয়। এ ছাড়া ৩৮টি দেশ ভোট দেওয়া থেকে বিরত থাকে। ভোট দানে বিরত থাকা এসব দেশের মধ্যে চীন, ভারত, পাকিস্তানও রয়েছে।