নিজের বেঁচে থাকাটাই অনিশ্চিত সেখানে হাতে মেহেদি লাগিয়ে বধূ সাজবে তা ছিল কল্পনাবিলাস। কিন্তু ইসমাইল শাহবাজ সব কিছু জেনেশুনে এই বিয়ে করায় আজ আমার আনন্দের সীমা নেই।
ক্যান্সার আক্রান্ত মৃত্যুপথযাত্রী এক নারীকে বিয়ে করে উদাহরণ সৃষ্টি করেছেন হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার পারকুল গ্রামের ইসমাইল শাহবাজ।
চুনারুঘাট উপজেলার উত্তর আমকান্দি গ্রামের আমীর আলীর মেয়ে জবা আক্তা্র। শায়েস্তাগঞ্জ নর্থ ইস্ট আইডিয়াল টেকনিক্যাল কলেজের সিভিল ডিপ্লোমা দ্বিতীয় বর্ষের ছাত্রী সে। একসময় জানা যায় বোন ম্যারো আক্রান্ত সে। ফলে সব স্বপ্ন চুরমার হয়ে যায় তার।
একটি ছেলে পছন্দ করতো তাকে। কিন্তু জবা ক্যান্সার হওয়ার খবর শুনে সে আর খবর নেয়নি।
আর্থিক অনটনের কারণে জবার চিকিৎসা পরিচালনাও দুরূহ হয়ে পড়েছিলো জবার পরিবারের কাছে।
ঠিক তখন জবার পাশে এসে দাঁড়ালেন একজন মানবিক ইসমাইল শাহবাজ।
শাহবাজকে পেয়ে নতুন জীবন খুঁজে পেয়েছেন জয়া। কিন্তু আসলেই কি এটি তার নতুন জীবন? তার চিকিৎসারইবা কী অবস্থা?
মানুষের প্রতি মানুষের ভালোবাসা যে কখনো কখনো মরণব্যাধিকেও হার মানায়। তারই উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবেন জয়া। এমনটাই আশা করেন স্বজনেরা।