বুধবার , ১৪ জুলাই ২০২১ | ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

দেড় বছর পর ফের পজিটিভ ভারতে প্রথম আক্রান্ত করোনা রোগী

প্রতিবেদক
Probashbd News
জুলাই ১৪, ২০২১ ১০:৩৩ পূর্বাহ্ণ
দেড় বছর পর ফের পজিটিভ ভারতে প্রথম আক্রান্ত করোনা রোগী

Spread the love

ভারতে তার শরীরেই প্রথম করোনাভাইরাসের সন্ধান মিলেছিল। কেরালার ত্রিশূরের বাসিন্দা সেই তরুণী ফের করোনায় আক্রান্ত হয়েছেন। কেরালার স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, আপাতত তার কোনও উপসর্গ নেই। বাড়িতেই আছেন ওই তরুণী। খবর আনন্দবাজারের।

এর আগে গত বছরের ৩০ জানুয়ারি ওই তরুণীর করোনা রিপোর্ট পজিটিভ এসেছিল। সম্প্রতি তিনি পড়াশোনার জন্য দিল্লি যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। সে কারণেই তিনি লালারসের নমুনা পরীক্ষা করিয়েছিলেন।

ত্রিশূর জেলার স্বাস্থ্য কর্মকর্তা রিনা কে জে বলেন, দেড় বছর পর ওই তরুণী ফের কোভিডে সংক্রমিত হয়েছেন। তার আরটি-পিসিআর পরীক্ষার রিপোর্ট পজিটিভ। যদিও কোনও উপসর্গ নেই ওই তরুণীর। তিনি ভালো আছেন।

ওই তরুণী চীনের উহান বিশ্ববিদ্যালয়ে ডাক্তারি পড়তে গিয়েছিলেন। চীন থেকে ত্রিশূরে ফিরিয়ে আনার পরই তার করোনার উপসর্গ দেখা দেয়।

এরপর পরীক্ষার রিপোর্ট আসতেই জানা গিয়েছিল, তিনি কোভিডে আক্রান্ত। তিন সপ্তাহ চিকিৎসা চলার পর তিনি সুস্থ হয়ে উঠেন। দেড় বছরের মাথায় তার ফের করোনায় আক্রান্ত হওয়ায় উদ্বেগে রাজ্য স্বাস্থ্য দপ্তর।

সর্বশেষ - প্রবাস