ইউরোপের পশ্চিমাঞ্চলে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়েই চলেছে। এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ১২০ জনের। শুধু জার্মানিতেই মারা গেছে একশ জন মারা গেছে। এছাড়া বেলজিয়ামে ২০ জনের মৃত্যু হয়েছে।
পশ্চিম ইউরোপে রেকর্ড বৃষ্টিপাতের কারণে নদীর পানি বিপৎসীমা অতিক্রম করায় প্লাবিত হয়েছে উপকূলীয় অঞ্চল। বন্যার পানিতে দেশটির বেশ কিছু গ্রামে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
আহরওয়েইলার শহরে অন্তত ১ হাজার ৩শ’ জন এখনও নিখোঁজ রয়েছেন। স্থানীয়রা জানান, নদীর পানি বেড়ে গিয়ে কয়েক মিনিটের মধ্যেই উপকূলীয় অঞ্চল তলিয়ে যায়। এসময় নিরাপদে সরে যেতে পারেনি অনেকেই। উদ্ধারকাজ চালাতে ১৫ হাজার পুলিশ, সেনা ও জরুরি কর্মী মোতায়েন করেছে জার্মান সরকার।
বেলজিয়ামের লিয়েজ শহরের বাসিন্দাদের নিরাপদে আশ্রয় নেয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। জার্মানি, বেলজিয়াম ছাড়াও নেদারল্যান্ডস, লুক্সেমবার্গ এবং সুইজারল্যান্ডেও বন্যা দেখা দিয়েছে।