আগামী ২৩ জুলাই থেকে জাপানে শুরু হচ্ছে টোকিও অলিম্পিক গেমস। ভারতীয় নারী খেলোয়াড় হিসেবে চতুর্থবার অলিম্পিক গেমসে অংশ নিতে যাচ্ছেন সানিয়া মির্জা।
গেমস শুরুর আগেই ৩৪ বছর বয়সি এ তারকার অবসর নিয়ে গুঞ্জন রটেছে।
অনেকেই বলাবলি করছেন— অলিম্পিকের পর ভারতীয় তারকা সানিয়া মির্জা কি টেনিসকে বিদায় বলবেন?
এমন আলোচনার মাঝেই সোশ্যাল মিডিয়ায় সানিয়া জানিয়েছেন, এখনও টেনিসকে বিদায় জানানোর চিন্তাভাবনা করছেন না।
সানিয়া মির্জা বলেন, সত্যি কথা বলতে— আমার বয়স ৩৪ হয়ে গেছে। আমি জানি না আর কতদিন খেলতে পারব। আমি যখন রোজ সকালে ঘুম থেকে উঠে, এই ভাবনাটা কিন্তু আমাকে যন্ত্রণা দেয়। আমি জানি না, পরের দিনটাও আমি পাব কিনা। আমার তিনটি অস্ত্রোপচার হয়েছে, একটা সন্তান আছে। আমি টেনিস খেললে শতভাগ দিতে চাইব।
পাকিস্তানের সাবেক অধিনায়ক ও দলটির তারকা ক্রিকেটার শোয়েব মালিকের স্ত্রী সানিয়া মির্জা আরও বলেন, অবসর নেওয়ার কোনো পরিকল্পনা আমার এখনও নেই। আমার শারীরিক ফিটনেস এখনও ঠিক আছে। আমি নিজে যেহেতু ফিট আছি, তাই আরও কিছু দিন খেলে যেতে চাই।