মঙ্গলবার , ২০ জুলাই ২০২১ | ৭ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

মন খারাপ রাইমার, বিনোদনেই কেটে গেল অর্ধেক জীবন

প্রতিবেদক
Probashbd News
জুলাই ২০, ২০২১ ১১:১১ পূর্বাহ্ণ
মন খারাপ রাইমার, বিনোদনেই কেটে গেল অর্ধেক জীবন

অভিনেত্রী রাইমা সেন। বয়স ৪০ পেরিয়েছে। পর্দায় বহুবার রোম্যান্টির দৃশ্যে তাঁকে দেখা গেলেও এখনও বিবাহবন্ধনে আবদ্ধ হননি নায়িকা। মুনমুন কন্যার সেই অফসোসের ছবিই কি ফুটে উঠল তাঁর সামাজিক মাধ্যমের দেওয়ালে? সুফি কবি জালালউদ্দিন রুমির কবিতার কয়েকটি পঙক্তি শেয়ার করেছেন রাইমা।

ইনস্টাগ্রামে অভিনেত্রী পোস্ট যেন ব্যক্ত করছে তাঁর মনের কথা। তেমনটাই দেখে মনে হচ্ছে। পংক্তির অর্থ, ‘অন্যের বিনোদনেই কেটে গেল অর্ধেক জীবন। বাকিটা কাটল অকারণ আশঙ্কা, দুশ্চিন্তায়। অনেক খেলেছ। এ বার বিদায় নাও!’

নেটমাধ্যমে নিজের সাহসী ছবি পোস্ট করার জন্য খ্যাত রাইমা। কিন্তু রুমির এই উক্তি অভিনেত্রী স্টোরিতে যেন অন্য কোনও কথা বলছে। বহু বছর বিনোদন জগতের সঙ্গে যুক্ত তিনি। হিন্দি এবং বাংলা ছবি সহ অনেক ওয়েব সিরিজে কাজ করেছেন। দর্শকদের মনোরঞ্জন করতে গিয়ে অনেকটা সময় পেরিয়ে এসেছেন নায়িকা। তাহলে নিজের জন্য সময়? অভিনেত্রীর পোস্ট দেখে ধন্দে নেটিজেনরা। দিন কয়েক আগেও রাইমা একটি ছবি শেয়ার করেছিলেন। নেটিজেনদের মত, সেখানে তাঁকে অবিকল দিদিমা সুচিত্রা সেনের মতো লাগছে। তাঁর ছবি মুগ্ধ করেছে অনুরাগীদের। সূত্র: হিন্দুস্তান টাইমস

সর্বশেষ - সাহিত্য

Translate »