চাপের মুখে থাকা ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের চার জ্যেষ্ঠ সহযোগী পদত্যাগ করেছেন।
করোনার সংক্রমণ রোধে লকডাউন চলাকালে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন তার দপ্তর এবং ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে বার বার মদের পার্টির আয়োজন করে আলোচনা ও সমালোচনার জন্ম দেন। মদের পার্টির আয়োজনের খবর প্রকাশ্যে আসার পর থেকেই চাপের মুখে আছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ও তার সহযোগীরা।
আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার কয়েক ঘণ্টার মধ্যে জনসনের কার্যালয়ের কমিউনিকেশনস ডিরেক্টর জ্যাক ডয়েল, হেড অব পলিসি মুনিরা মির্জা, চিফ অব স্টাফ ড্যান রোজেনফিল্ড ও সরকারের জ্যেষ্ঠ আমলা মার্টিন রেনল্ডস পদত্যাগ করেছেন।
এদিকে, বরিস জনসনের নেতৃত্ব নিয়ে কনজারভেটিভ পার্টির ভেতরেও দেখা দিয়েছে দ্বন্দ্ব। দলের আইনপ্রণেতারা ইতিমধ্যে বরিস জনসনের পদত্যাগ দাবি করেছেন।