শুক্রবার , ২৩ জুলাই ২০২১ | ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

খোলামেলা ছবি পোস্ট করে কী বার্তা দিলেন জ্যাকলিন?

প্রতিবেদক
Probashbd News
জুলাই ২৩, ২০২১ ১২:১৭ অপরাহ্ণ
খোলামেলা ছবি পোস্ট করে কী বার্তা দিলেন জ্যাকলিন?

Spread the love

বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ। পর্দার মতো সোশ‌্যাল মিডিয়ায়ও মাঝে মধ‌্যে সাহসী রূপে হাজির হয়ে থাকেন। এবারো খোলামেলা ছবি পোস্ট করে বিশেষ বার্তা দিয়েছেন নেটিজেনদের। যা নিয়ে চলছে দারুণ চর্চা।

শুক্রবার (২৩ জুলাই) বিকালে ইনস্টাগ্রামে কয়েকটি ছবি পোস্ট করেন জ্যাকলিন। তাতে দেখা যায়—জ‌্যাকলিন তার মাথার চুল আলগা করে ছড়িয়ে রেখেছেন। খোলা পিঠ। একটি লাল রঙের তোয়ালে জড়িয়ে রেখেছেন সম্মুখ ভাগে। আরেকটি ছবিতে দেখা যায়, একই পোশাকে ওয়াইন পান করছেন তিনি। আর ক‌্যাপশনে লিখেছেন, ‘আপনি… আপনি কুরুচিপূর্ণ নন… সমাজ এখন আপনার জীবনকে জীবিত রাখবে।’

অনেকে জ‌্যাকলিনের এই লুকের প্রশংসা করে লিখেছেন—‘বিউটিফুল’। আবার অনেকে কটাক্ষ করেও মন্তব‌্য করছেন এসব ছবিতে।

কাজের দিক থেকে সম্প্রতি ‘বচ্চন পান্ডে’ সিনেমার শুটিং শেষ করেছেন জ্যাকলিন। সিনেমাটিতে আরো অভিনয় করছেন অক্ষয় কুমার ও কৃতি স্যানন। ‘ভূত পুলিশ’ সিনেমায় দেখা যাবে তাকে। এতে আরো আছেন—সাইফ আলী খান, অর্জুন কাপুর ও ইয়ামি গৌতম।

রণবীর সিং, পূজা হেগড়ে অভিনীত ‘সার্কাস’ সিনেমায় দেখা যাবে জ‌্যাকলিনকে। সালমান খানের সঙ্গে ‘কিক-টু’ সিনেমায় অভিনয় করবেন জ্যাকলিন। এ ছাড়াও আরো কয়েকটি সিনেমায় অভিনয় করছেন এই অভিনেত্রী

সর্বশেষ - প্রবাস