শনিবার , ২৪ জুলাই ২০২১ | ১৫ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

রূপা দিয়ে শুরু ভারতের টোকিও অলিম্পিক

প্রতিবেদক
Probashbd News
জুলাই ২৪, ২০২১ ৭:৩৩ পূর্বাহ্ণ
রূপা দিয়ে শুরু ভারতের টোকিও অলিম্পিক

Spread the love

অনলাইন ডেস্ক

খাতায়-কলমে শনিবারই অলিম্পিক গেমসের প্রথম দিন। আর প্রথম দিনেই পদক জয় ভারতের। ভারোত্তোলনে রূপা পেলেন মীরাবাঈ চানু। টোকিও অলিম্পিকে ভারতের প্রথম পদক জয়। শনিবার সকালে প্রথম আশার আলো জাগিয়েছিলেন দীপিকা কুমারী ও প্রবীণ যাদব। 

তিরন্দাজির মিক্সড টিম ইভেন্টের কোর্য়াটারে উঠেছিলেন তারা। তবে শেষ পর্যন্ত কোরিয়ার কাছে হারে ভারতীয় জুটি। শেষ সেটে দীপিকা-প্রবীণ হারেন ৩৩-৩৬ ব্যবধানে। মোট তিনটি সেটে জেতে কোরিয়া।

নারীদের ৪৯ কেজি ভারোত্তোলন ক্যাটেগরিতে রূপো জিতলেন মীরা। প্রথম চেষ্টায় ৮৪ কেজি ওজন তোলেন। এরপর দ্বিতীয়বার তোলেন ৮৭ কেজি। তবে তৃতীয় চেষ্টায় ৮৯ কেজি তুলতে গিয়ে ব্যর্থ হন তিনি। অন্যদিকে চীনের হোউ জিহুই ৯২ কেজি ওজন তুলে দেন। 

শেষ পর্যন্ত ১১৫ কেজি ওজন তোলেন ভারতের মীরবাঈ। তবে শেষ চেষ্টায় ১১৭ কেজি তুলতে তিনি ব্যর্থ হন। রূপা পান তিনি। চীনের হোউ জিহুই জেতেন সোনা।

সর্বশেষ - প্রবাস