বুধবার , ২৮ জুলাই ২০২১ | ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

টোকিওতে বাংলাদেশের দুই সাঁতারুর অনুশীলন

প্রতিবেদক
Probashbd News
জুলাই ২৮, ২০২১ ১১:০৪ পূর্বাহ্ণ
টোকিওতে বাংলাদেশের দুই সাঁতারুর অনুশীলন

Spread the love

টোকিওতে ছোট হয়ে আসছে বাংলাদেশ কন্টিনজেন্ট। ইতিমধ্যে গেমসের প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছেন শ্যুটার আব্দুল্লাহ হেল বাকি ও আরচার রোমান সানা। শ্যুটার বাকি দেশে ফিরলেও রোমান সানা রয়ে গেছেন টোকিওতে।

এখনও খেলা বাকি আরচার দিয়া সিদ্দিকী, দুই সাঁতারু আরিফুল ইসলাম ও জুনাইনা আহমেদ এবং অ্যাথলেট জহির রায়হানের। আরচার দিয়া সিদ্দিকী ব্যক্তিগত রিকার্ভে খেলবেন বৃহস্পতিবার।

দুই সাঁতারু আরিফুল ইসলাম ও জুনাইনা আহমেদ তাদের নিয়মিত ওয়ার্মআপের অংশ হিসেবে বুধবার টোকিওতে সেরেছেন তাদের আরেকটি অনুশীলন সেশন।

মার্চপাস্টে জাতীয় পতাকা বহনের জন্য আরিফুল আগেই টোকিও গেছেন। জুনাইনা গেছেন পরে। সাঁতারুরা সকাল-বিকেল দুই সেশন করে অনুশীলন করছেন। আরিফুল এ পর্যন্ত ১১ সেশন এবং জুনাইনা ৪ সেশন অনুশীলন করেছেন।

দুই সাঁতারুই অংশ নেবেন ৫০ মিটার ফ্রিস্টাইলে। ৩০ জুলাই প্রতিযোগিতার চার নম্বর হিটে অংশ নেবেন আরিফুল ইসলাম এবং জুনাইনা আহমেদ অংশ নেবেন ৩ নম্বর হিটে।

অ্যাথলেট জহির আহমেদ ৪০০ মিটার হিটে অংশ নেবেন ১ আগস্ট।

সর্বশেষ - প্রবাস