শুক্রবার , ৩০ জুলাই ২০২১ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

বৈধ কাগজপত্র না পাওয়া গেলে বন্ধ হতে পারে হেলেনার জয়যাত্রা টিভি

প্রতিবেদক
Probashbd News
জুলাই ৩০, ২০২১ ৬:২৫ পূর্বাহ্ণ
বৈধ কাগজপত্র না পাওয়া গেলে বন্ধ হতে পারে হেলেনার জয়যাত্রা টিভি

Spread the love

সম্প্রতি আওয়ামী লীগের মহিলাবিষয়ক উপ-কমিটির সদস্য পদ থেকে অব্যাহতি পাওয়া হেলেনা জাহাঙ্গীরের আইপি টিভি জয়যাত্রা টেলিভিশনের অফিসে অভিযান চালিয়েছেন র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টা থেকে চারটা পর্যন্ত রাজধানীর মিরপুরের জয়যাত্রা টেলিভিশন কার্যালয়ে এই অভিযান চালানো হয়। অভিযানে বিভিন্ন অবৈধ সরঞ্জাম জব্দ করা হয়।

র‍্যাব বলছে, টেলিভিশন চ্যানেলটির কোনো বৈধ কাগজপত্র ছিল না। তদন্ত করে যদি বৈধ কাগজপত্র না পাওয়া যায় তাহলে চ্যানেলটি বন্ধ করে দেয়া হবে।

অভিযান শেষে র‍্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাদির শাহ বলেন, ‘রাতে হেলেনা জাহাঙ্গীরের গুলশানের বাসায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় জয়যাত্রা নামে হেলেনার একটি আইপি টেলিভিশন রয়েছে। তার দেওয়া তথ্যমতে মিরপুর জয়যাত্রা টেলিভিশনের কার্যালয়ে অভিযান পরিচালনা করা হয়। কিন্তু টেলিভিশন চ্যানেলটির কোনো বৈধ কাগজপত্র ছিল না। যদিও সম্প্রচার চ্যানেল হিসেবে চ্যানেলের যেসব সেটআপ থাকা দরকার তার সবকিছুই রয়েছে।’

নাদির শাহ বলেন, ‘হেলেনা জাহাঙ্গীর তার জয়যাত্রা টেলিভিশনের প্রতিনিধি নিয়োগের জন্য সারাদেশে প্রতিনিধি নিয়োগ করেছিল, এমনকি দেশের বাইরেও প্রতিনিধি নিয়োগের নামে অর্থ হাতিয়ে নিয়েছেন। বৈধ কাগজপত্র না পাওয়ার কারণে পরবর্তীতে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। এছাড়াও এখানে জয়যাত্রা ফাউন্ডেশনের অফিস পেয়েছি। এ বিষয়েও তদন্ত করা হবে।’

চ্যানেলটি বন্ধ করে দেয়া হবে কি-না জানতে চাইলে র‍্যাবের এই নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, ‘অধিকতর তদন্ত করে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে। তদন্ত করে যদি বৈধ কাগজপত্র না পাওয়া যায় তাহলে চ্যানেলটি বন্ধ করে দেয়া হবে।’

সর্বশেষ - প্রবাস