শনিবার , ৩১ জুলাই ২০২১ | ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

রাতারাতি ত্বকের উজ্জ্বলতা বাড়াবে যে ৪ ফেসপ্যাক

প্রতিবেদক
Probashbd News
জুলাই ৩১, ২০২১ ৮:৩৫ পূর্বাহ্ণ
রাতারাতি ত্বকের উজ্জ্বলতা বাড়াবে যে ৪ ফেসপ্যাক

Spread the love

 সবাই নিজেকে সুন্দর পোশাক ও সাজে সাজাতে চায়। এজন্য  অনেকেই রূপচর্চা করে থাকেন। চাইলে কয়েকটি বিশেষ ফেসপ্যাক ব্যবহার করলে  পাবেন আরও উজ্জ্বল ও কোমল। জেনে নিন কোন কোন ফ্যাসপ্যাকে বাড়বে ত্বকের উজ্জ্বলতা-

১. দুধ এবং ময়দার ফেস মাস্ক

কাঁচা দুধ ত্বকের জন্য খুবই উপকারী। সেইসঙ্গে ত্বকের কালচেভাব দূর করে দুধ-ময়দার ফেসপ্যাক। এজন্য প্রয়োজন হবে ৩ চা চামচ ময়দা, দুধ ১/৪ কাপ ও ১ টি লেবুর রস। সবগুলো উপকরণ মিশিয়ে মিহি মিশ্রণ তৈরি করুন।

তারপর পুরো মুখ ও গলায় ব্যবহার করুন এই ফেসপ্যাক- অন্তত ২০ মিনিট মুখে রেখে দিন। তারপর শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন মুখ। ত্বকের উজ্জ্বলতা বাড়াতে এই ফেসপ্যাকটি নিয়মিত ব্যবহার করতে পারেন।

২. মেয়োনিজ ফেস মাস্ক

মেয়োনিজ খেতে তো খুবই সুস্বাদু। তবে জানেন কি, মেয়োনিজ ফেস মাস্ক ত্বকের জন্য কতটা উপকারী। এজন্য একটি ডিমের ডিম সাদা অংশ, টকদই ২ টেবিল চামচ ও জলপাই তেল আধা টেবিল চামচ একসঙ্গে মিশিয়ে নিন।

সব উপাদানগুলো ভালোভাবে মিশিয়ে আপনার মুখে ব্যবহার করুন। প্রায় ২০-৩০ মিনিট ত্বকে রেখে শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। নিয়মিত এই ফেস মাস্ক ব্যবহারে ত্বকের উজ্জ্বলতা দ্রুত বাড়বে।

৩. ইস্ট ফেস মাস্ক

এই ফেস মাস্কটি তৈরি করতে প্রয়োজন হবে ১ টেবিল চামচ ইস্ট, গরম দুধ ২ চা চামচ এবং মধু ১ টেবিল চামচ। গরম দুধের মধ্যে ইস্ট গলিয়ে নিন। তারপর মধুর সঙ্গে মিশিয়ে নিন করুন।

সব উপকরণ মেশানো হলে মাস্কটি মুখে ব্যবহার করুন। কমপক্ষে ২০ মিনিট রেখে মুখ ধুয়ে ফেলুন। এই ফেসপ্যাকে ব্যবহৃত ইস্ট, দুধ ও মধুতে অনেক পুষ্টিগুণ আছে। যা ত্বকের উজ্জ্বলতা বাড়তে কার্যকরী ভূমিকা রাখে।

৪. শিয়া বাটার ফেস মাস্ক

এই ফেস মাস্কটিও ত্বকের উজ্জ্বলতা রাতারাতি বাড়িয়ে দেয়। এটি তৈরি করতে দরকার হবে নারকেল তেল ১ টেবিল চামচ, শিয়া বাটার ১ টেবিল চামচ এবং অ্যালোভেরা জেল এক টেবিল চামচ।

সবগুলো উপকরণ মিহি করে পেস্ট তৈরি করে নিন। ব্যবহার করে ২০-৩০ মিনিট রেখে মুখ ধুয়ে নিন। উজ্জ্বল ও মসৃণ ত্বক পাবেন এই ফেসপ্যাক ব্যবহার করলে।

সূত্র: ফাসটেনি

সর্বশেষ - প্রবাস