সর্বকালের সেরা অস্ট্রেলিয়ান অ্যাথলেট বলা হচ্ছে এমা ম্যাককেওনকে। টোকিও অলিম্পিকে মোট ৭টি পদক জিতেছেন এমা। এর মধ্যে স্বর্ণপদক ৪টি এবং ব্রোঞ্জ ৩টি। অলিম্পিকে তার পদক সংখ্যা মোট ১১টি। অস্ট্রেলিয়ার কোনো অ্যাথলেট এমন রেকর্ড করতে পারেননি।
২০১৬ সালে রিও অলিম্পিক দিয়ে যাত্রা শুরু করেছিলেন এমা। সেখানে একটি স্বর্ণপদক জিতেছিলেন। টোকিও অলিম্পিকে এসে চারটি। টোকিওতে মোট ৭টি পদক জিতে সবাইকে ছাড়িয়ে গেছেন ২৭ বছর বয়সী এ সাতারু।
অর্জিত মেডেলের দিক দিয়ে অস্ট্রেলিয়ার কিংবদন্তী ইয়ান থর্প ও লেইজেল জোন্সের সারিতে ছিলেন এমা। এবার তাদেরও ছাড়িয়ে গেছেন তিনি।