চীনের দাবিকৃত স্বশাসিত দ্বীপ তাইওয়ানের কাছে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা-প্যাট্রিয়টসহ ১০ কোটি ডলারের সামরিক সরঞ্জাম বিক্রিতে অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র।
এর মাধ্যমে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র, প্রতিরক্ষাব্যবস্থার রক্ষণাবেক্ষণ টেকসই ও উন্নত করতে পারবে তাইওয়ান। সোমবার পেন্টাগনের পক্ষ থেকে এ কথা জানানো হয়। খবর রয়টার্সের।
যুক্তরাষ্ট্রের ডিফেন্স সিকিউরিটি কো-অপারেশন এজেন্সি (ডিএসসিএ) একটি বিবৃতি দিয়ে বলেছে, তাইওয়ানে সামরিক সরঞ্জাম বিক্রির জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনের পরে তারা কংগ্রেসকে অবহিত করে প্রয়োজনীয় সনদ প্রদান করেছে।
বিবৃতিতে বলা হয়েছে, প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষাব্যবস্থার আধুনিকায়ন তাইওয়ানের নিরাপত্তা জোরদার এবং ওই অঞ্চলের রাজনৈতিক স্থিতিশীলতা, সামরিক ভারসাম্য, অর্থনৈতিক ও সামগ্রিক অগ্রগতি বজায় রাখতে সহায়তা করবে।
ডিএসসিএ বলেছে, প্রস্তাবিত এই সামরিক সরঞ্জাম বিক্রি তাইওয়ানের সশস্ত্র বাহিনীর আধুনিকীকরণ এবং একটি বিশ্বাসযোগ্য প্রতিরক্ষা সক্ষমতা গড়ে তুলতে তারা যে দীর্ঘদিন ধরে তাদের প্রচেষ্টা অব্যাহত রেখেছে, তাতে সহযোগিতার মাধ্যমে যুক্তরাষ্ট্র জাতীয়, অর্থনৈতিক ও নিরাপত্তার স্বার্থে কাজ করবে।
সংস্থাটি জানিয়েছে, তাইওয়ানে এসব সামরিক সরঞ্জাম বিক্রির ক্ষেত্রে প্রধান ঠিকাদার হবে দুই মার্কিন কোম্পানি রেথিয়ন টেকনোলজিস ও লকহিড মার্টিন।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সামরিক সরঞ্জাম ও পরিষেবা বিক্রির অনুমোদন দেওয়ার এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে তাইওয়ানের পররাষ্ট্র মন্ত্রণালয়।