অস্ট্রেলিয়ার সিডনিতে প্রবাসীদের করোনা আক্রান্তদের রোগ মুক্তি কামনায় স্থানীয় সময় গতকাল শুক্রবার রাত ৯টায় এক ভার্চুয়াল বিশেষ দোয়া-মাহফিলের আয়োজন করা হয়।
সিডনির গ্রীনএকর নিবাসী মাহমুদ তিতাস করোনা আক্রান্ত হয়ে ক্যাম্পবেলটাউন হাসপাতালে লাইফ সাপোর্টে এবং তার পরিবারের অন্যান্য সদস্য্যরাও একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিতাসের বাবা করোনা আক্রান্ত হয়ে গতকাল দুপুরে বাংলাদেশে মৃত্যুবরণ করেন। এছাড়াও সিডনির কিছু সংখ্যক প্রবাসী ভেন্টিলেশনে থাকাসহ করোনায় আক্রান্ত হয়েছেন।
অস্ট্রেলিয়া বাংলাদেশ সাংবাদিক এসোসিয়েশনের পক্ষ থেকে করোনায় আক্রান্তদের দ্রুত আরোগ্য লাভ ও মুসলিম উম্মাহর শান্তি কামনা করে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি মোহাম্মাদ আবদুল মতিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদের সার্বিক ব্যবস্থাপনায় দোয়া পরিচালনা করেন সিডনি সেন্টমেরি মসজিদের পেশ ইমাম হযরত মাওলানা শেখ আবু হুরায়া আল আজহারী।
এই দোয়া-মাহফিলে অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্ট এসোসিয়েশনের সদস্য ছাড়াও সিডনি প্রবাসী কমিউনিটির সিনিয়র ব্যক্তিত্ব, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন।