সোমবার , ৯ আগস্ট ২০২১ | ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

১৫ আগস্টের মধ্যে আসবে আরও ৫৪ লাখ টিকা: স্বাস্থ্যমন্ত্রী

প্রতিবেদক
Probashbd News
আগস্ট ৯, ২০২১ ৮:৩৭ পূর্বাহ্ণ
১৫ আগস্টের মধ্যে আসবে আরও ৫৪ লাখ টিকা: স্বাস্থ্যমন্ত্রী

Spread the love

স্বাস্থমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, আগামী রবিবারের (১৫ আগস্ট) মধ্যে কোভ্যাক্স থেকে ৩৪ লাখ এবং চীন থেকে ২০ লাখ টিকা আসবে।

সোমবার (৯ আগস্ট) সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে এ কথা বলেন তিনি।

স্বাস্থমন্ত্রী আরও জানান, ভ্যাকসিন নিয়ে একটা সফল কার্যক্রম শুরু হয়েছে। প্রতি ইউনিয়নে ৬০০ ভ্যাকসিন দেওয়ার কথা ছিল। কিন্তু কিছু এলাকায় তার চেয়ে বেশি নিয়েছে। পৌরসভার ভ্যাক্সিন কার্যক্রম চলবে। এছাড়া ভ্যাকসিনের স্বাভাবিক কার্যক্রমও চলবে। চায়না থেকে ৬ কোটি টিকা আনার জন্য চুক্তি করা হবে। নভেম্বরের মধ্যে এসব ভ্যাকসিন আসবে। কোভ্যক্স থেকে আসবে আরও ৬ মিলিয়ন।

জাহিদ মালেক বলেন, চীনের সঙ্গে আলোচনা করে আরও ৬ কোটি ভ্যাকসিন কেনার জন্য চুক্তি পর্যায়ে আছি। চীনের টিকা অক্টোবরে ২০ মিলিয়ন ও নভেম্বরে ২০ মিলিয়ন পাব। ফাইজারের টিকা ৬ লাখ পাব। এর বাইরে ভারতের টিকা পাব। তবে এখন ভারতের জট খোলেনি।

মন্ত্রী আরও জানান, বয়স্কদের মৃত্যুর হার ৯৪ ভাগ। তাই আগামীতে তাদের প্রাধান্য দেওয়া হবে। টিকা পাওয়া সাপেক্ষে সিদ্ধান্ত নেওয়া হবে ১২ তারিখের পর গণটিকা কার্যক্রম কতদিন চলবে। তবে ১৫ আগস্টের মধ্যে টিকা আসার পর এই কার্যক্রম আরও জোরদার হবে। নিবন্ধনের পর যাদের মেসেজ আসে না তাদেরকে অপেক্ষা করতে হবে। কারণ টিকা পাওয়া সাপেক্ষে মেসেজ যাবে।

সর্বশেষ - প্রবাস