বুধবার , ৯ ফেব্রুয়ারি ২০২২ | ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

‘প্রতিবেশীর স্ত্রীর দিকে নজর দিও না’

প্রতিবেদক
Probashbd News
ফেব্রুয়ারি ৯, ২০২২ ১:০০ অপরাহ্ণ
‘প্রতিবেশীর স্ত্রীর দিকে নজর দিও না’

Spread the love

গত রোববার নিজেদের সবশেষ ম্যাচে অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে ৪-২ ব্যবধানে জয় পায় বার্সেলোনা। দলের জয়ে জোড়া গোল করে অবদান রাখেন দানি আলভেজ। 

পাশাপাশি সতীর্থকে দিয়ে গোল করাতে অবদান রাখেন ৩৮ বছর বয়সী ব্রাজিলিয়ান তারকা আলভেজ। কিন্তু ম্যাচে লাল কার্ডও দেখেছেন তিনি।

সেদিন খেলা শেষে ফেরার পথে নিজের গাড়িতে সুপারমডেল স্ত্রী হোয়ানা সাঞ্জের সঙ্গে বসেছিলেন আলভেজ। এ সময় বার্সেলোনার এক ভক্ত অ্যাতলেটিকো বিপক্ষে আলভেজের খেলার প্রশংসা করার ছলে তার স্ত্রীর সৌন্দর্যেরও প্রশংসা করেন।

ওই ভক্ত মুঠোফোনে ‘সেলফি’ তোলার সময় আলভেজকে বলেন, ‘দানি, তুমি খুব ভালো। কিন্তু তোমার প্রেমিকা খুব সুন্দরী।’

ভক্তটি সেলফি তোলার সময় সম্ভবত আলভেজের স্ত্রীর দিকে তাকিয়েছিলেন। আলভেজের চোখে তা ধরা পড়ে। ভক্তের ওই কথার জবাবে হাত দিয়ে চোখ দুটো দেখিয়ে আলভেজ বোঝানোর চেষ্টা করেছেন, দৃষ্টিতে সংযত করো। গাড়িতে আলভেজের পাশে বসে থাকা হোয়ানা সে সময় হেসে দেন। 

ভক্তের সঙ্গে ঘটিত সেই ভিডিওটি সংবাদমাধ্যম টেলেমুন্দো প্রকাশের পর রি-টুইট করে আলভেজ লেখেন, প্রতিবেশীর স্ত্রীর দিকে নজর দিও না।

😂 ¡No hagas enojar a @DaniAlvesD2!

Un aficionado le hizo un halago a su pareja 🌹

🤭 Su reacción lo dice TODO 👇 pic.twitter.com/d6Uf7A8TeN

— Telemundo Deportes (@TelemundoSports) February 7, 2022

সর্বশেষ - প্রবাস

Translate »