শুক্রবার , ১৩ আগস্ট ২০২১ | ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

বিশ্বকাপে বাংলাদেশের সম্ভাবনা দেখছেন হার্শেল গিবস

প্রতিবেদক
Probashbd News
আগস্ট ১৩, ২০২১ ১০:২০ পূর্বাহ্ণ
বিশ্বকাপে বাংলাদেশের সম্ভাবনা দেখছেন হার্শেল গিবস

Spread the love

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের সম্ভাবনা দেখছেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ব্যাটসম্যান হার্শেল গিবস।

তার মতে, কুড়ি ওভারের ম্যাচে যে কোনো কিছু ঘটতে ঘটতে পারে। বাংলাদেশ ও শ্রীলংকাও দুর্দান্ত খেলতে পারে।  

যদিও ফেবারিট হিসেবে তিনটি দেশের কথা বলেছেন তিনি।

ক্রিকেট পাকিস্তানকে দেওয়া এক সাক্ষাৎকারে এ প্রোটিয়া ক্রিকেটার বলেছেন, ‘আমি ফেবারিট হিসেবে বলব ইংল্যান্ড, পাকিস্তান ও ভারতের কথা। আসলে আপনি নিশ্চিতভাবে কিছু বলতে পারেন না। শ্রীলংকা যেকোনো কিছু করে ফেলতে পারে। এমনকি বাংলাদেশও তা করতে পারে। বিষয়টি আসলে বিশ্বকাপের কন্ডিশন কেমন হবে, তার ওপরেও বিষয়টা নির্ভর করে।’

৪৭ বছর বয়সি এ সাবেক তারকা আরো বলেন, ‘পাকিস্তান দল তো আনপ্রেডিক্টেবল সবসময়ই। একটা বড় একটা প্রভাবক। তবে ইংল্যান্ড আর ভারত শক্তিশালী দল। তাই উইকেটের ওপর অনেক কিছু নির্ভর করে। যদি উইকেটে বল টার্ন করে, আমার মনে হয় না ওয়েস্ট ইন্ডিজ তেমন ভয়ানক হতে পারবে।’

তিনি আরও বলেন, ‘বিরাট কোহলি (ভারত), বাবর আজম (পাকিস্তান), জস বাটলার (ইংল্যান্ড)- এসব দলে অনেক ভালো ব্যাটসম্যান রয়েছে। ওয়েস্ট ইন্ডিজেও কয়েকজন আছে। তবে কোহলি, বাবর, স্টিভ স্মিথরা এমন ব্যাটসম্যান যারা সব ধরনের উইকেটেই ভালো খেলতে পারে। তাদের স্কিল অনেক বেশি। যা অন্যদের চেয়ে তাদেরকে আলাদা করে দেয়।’

সর্বশেষ - প্রবাস