শুক্রবার , ১৩ আগস্ট ২০২১ | ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

খুব নার্ভাস থাকি: সামান্থা

প্রতিবেদক
Probashbd News
আগস্ট ১৩, ২০২১ ১০:৩৭ পূর্বাহ্ণ
খুব নার্ভাস থাকি: সামান্থা

Spread the love

গুনাশেখরের নতুন চলচ্চিত্র শকুন্তলমে নাম ভূমিকায় অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী সামান্থা আক্কিনেনি। এ খবরে সিনেমাপ্রেমীদের যেন তর সইছে না। কী আছে এ গল্পে? এমন প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সবার মাঝে।

বৃহস্পতিবার (১২ আগস্ট) নিজের অংশের শুটিং শেষ করেছেন দক্ষিণী এ সুন্দরী। তার সম্মানে শুটিং সেটেই একটি ‘ধন্যবাদ’ পার্টির আয়োজন করেন নির্মাতারা।

এ সময় সামান্থার পোশাক ডিজাইনার নীতা লুল্লা উপস্থিত ছিলেন। পরে নীতা লুল্লা ইনস্টাগ্রামে সামান্থা অভিনেত্রীর সঙ্গে তার একটি ভিডিও শেয়ার করেছেন। সেখানে নিজের সজ্জার জন্য ডিজাইনারকে ধন্যবাদ জানিয়েছেন অভিনেত্রী।

সামান্থা বলেন, ‘কোনো চলচ্চিত্র শুরু করার আগে আমি খুব নার্ভাস থাকি। এটিকে কিভাবে শেষ করব তা নিয়ে চিন্তা থাকে। শকুন্তলামের ক্ষেত্রেও এর বিকল্প ঘটেনি। আমি জানতাম এতে খুব সুন্দর দেখাতে হবে। আমার সেই আত্মবিশ্বাস ছিল না। আমাকে এত সুন্দর দেখানোর জন্য ধন্যবাদ। যতবার মনিটরের দিকে তাকিয়েছি ততবারই মুগ্ধ হয়েছি। ভাবতাম- কিভাবে চরিত্রটিতে (নীতা) আমাকে এতটা সুন্দর দেখায়। এটি আমার অন্যতম সেরা লুক।’

পৌরাণিক কাহিনীনির্ভর চলচ্চিত্র শকুন্তলম। এটি রচনা ও পরিচালনা করেছেন গুনাশেখর। গুনা টিমওয়ার্কস এবং দিল রাজু প্রোডাকশনের ব্যানারে এটি প্রযোজনা করেছেন নীলিমা গুণ এবং দিল রাজু।

পিংকভিলা থেকে পরিমার্জিত।

সর্বশেষ - প্রবাস

Translate »