রবিবার , ১৫ আগস্ট ২০২১ | ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

ভুল বানানে ১২ বছর

প্রতিবেদক
Probashbd News
আগস্ট ১৫, ২০২১ ৭:১৪ পূর্বাহ্ণ
ভুল বানানে ১২ বছর

Spread the love

নিজের নামের প্রকৃত বানান আসলে কী? এটা জানতেই জাহ্নবী কাপুরের কেটে গিয়েছিল অনেক বছর। কারণ, শৈশবে মা শ্রীদেবীকে জিজ্ঞাসা করে যে বানান জেনেছিলেন, ১২ বছর বয়সে জানলেন তা ভুল ছিল! সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি সেই গল্পই শোনালেন জাহ্নবী, ‘তখন আমি স্কুলে পড়ি। মাত্রই বানান করতে শিখছি। আমি আসলেই আমার নামের বানান জানতাম না। 

মা (শ্রীদেবী) গোসল করছিল। তাকে জিজ্ঞাসা করলাম, আমার নামের বানানটা বলো তো? মা আমার নামের বানান ভুল বলেছিল। সে বলেছিল, জে-এ-এন-এইচ-এ-ভি-আই। জানহাবি। আট বছর আমি আর এ বিষয়ে কোনো প্রশ্ন তুলিনি।’

এরপর আরও যোগ করেন, ‘আমরা একবার কোথায় যেন যাচ্ছিলাম। মনে হয় লন্ডন। আমার পাসপোর্ট খুলে থ! সারা জীবন ভুল জেনে এসেছি। বন্ধুরা এখনো এটা নিয়ে আমাকে মজা করে। ওদের নিয়ে কিছু একটা বলতে গেলেই সব সময়ই ওরা বলে ওঠে, “চুপ করো। ১২ বছর বয়স পর্যন্তও তুমি জানতে না, তোমার নামের বানান কী?”’

‘জাহ্নবী’ নামের বানান ঠিকঠাক বলাটা আসলেই কঠিন। বলে রাখি, জাহ্নবীর ইংরেজি বানান নিয়ে কথা হচ্ছে। বেশির ভাগ ক্ষেত্রেই সাধারণত দুভাবে লেখা হয় ‘জাহ্নবী’: জে–এ–এ–এন–ভি–আই এবং জে–এইচ–এ–এন–এ–ভি–আই। আর শ্রীদেবী বলেছিলেন জে–এ–এন–এইচ–এ–ভি–আই। তিনটার একটাও ঠিক নয়। ইংরেজিতে জাহ্নবীর আসল বানান হলো জে–এ–এন–এইচ–ভি–আই।

নামের বানানে যত বিড়ম্বনাই হোক, শ্রীদেবীকন্যার ফিল্মি ক্যারিয়ারে কোনো বিড়ম্বনা নেই। মায়ের পথ ধরে আস্তে আস্তে নিজেকে মেলে ধরছেন তিনি। তাঁকে দেখা যাবে গুডলাক জেরি ও তখত সিনেমায়। 

সর্বশেষ - প্রবাস