মঙ্গলবার , ১৭ আগস্ট ২০২১ | ১৭ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

সরকারিভাবে ৬ মাসের মধ্যে কোভিড টিকা উৎপাদনের সুপারিশ

প্রতিবেদক
Probashbd News
আগস্ট ১৭, ২০২১ ১১:৩৬ পূর্বাহ্ণ
সরকারিভাবে ৬ মাসের মধ্যে কোভিড টিকা উৎপাদনের সুপারিশ

আগামী ছয় মাসের মধ্যে দেশে সরকারিভাবে কোভিড টিকা উৎপাদনের জোর সুপারিশ করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। দেশে ওষুধ প্রস্তুতকারী একমাত্র সরকারি কোম্পানি অ্যাসেনশিয়াল ড্রাগসের মাধ্যমে এর উৎপাদনের কথা বলা হয়েছে। 

মঙ্গলবার সংসদ ভবনে সংসদীয় কমিটির এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে কমিটির সভাপতি শেখ ফজলুল করিম সেলিম সাংবাদিকদের বলেন, আমরা আজকের বৈঠকে এ বিষয়ে জোরালোভাবে বলেছি। আগামী ছয় মাসের মধ্যে অ্যাসেশিয়াল ড্রাগসের মাধ্যমে টিকা উৎপাদন করতে হবে।

তিনি বলেন, টিকা উৎপাদনের ক্ষেত্রে জিটুজি (সরকারের সঙ্গে সরকারের) চুক্তি করার জন্যও বলেছি আমরা।

এর আগের দিন চীনা কোম্পানি সিনোফার্মের তৈরি করোনাভাইরাসের টিকা বাংলাদেশে এনে বোতলজাতকরণ ও সরবরাহের জন্য বাংলাদেশ সরকার ও ইনসেপ্টা ভ্যাকসিন লিমিটেডের মধ্যে যৌথ চুক্তি স্বাক্ষর হয়। এর পরের দিনই সংসদীয় কমিটি এ সুপারিশ করে। 

সর্বশেষ - সাহিত্য

Translate »