বুধবার , ১৮ আগস্ট ২০২১ | ২৮শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

বাংলাদেশের বিপক্ষে খেলতে মুখিয়ে আছে পাপুয়া নিউগিনির খেলোয়াড়রা

প্রতিবেদক
Probashbd News
আগস্ট ১৮, ২০২১ ১১:৪২ পূর্বাহ্ণ
বাংলাদেশের বিপক্ষে খেলতে মুখিয়ে আছে পাপুয়া নিউগিনির খেলোয়াড়রা

Spread the love

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে ওশেনিয়ার দেশ পাপুয়া নিউগিনি। ‘বি’ গ্রুপে থাকা এই দলটি বিশ্বকাপের প্রথম রাউন্ডে স্কটল্যান্ড, ওমান ও বাংলাদেশের বিপক্ষে খেলবে। তবে স্কটল্যান্ড কিংবা ওমানকে নিয়ে নয়, পাপুয়া নিউগিনির খেলোয়াড়রা মুখিয়ে আছে বাংলাদেশের বিপক্ষে খেলার জন্য।

আইসিসির ওয়েবসাইটে প্রকাশিত সাক্ষাৎকারে পাপুয়া নিউগিনির অধিনায়ক আসাদ ভালা জানান যে, বাংলাদেশের মত শীর্ষ পর্যায়ের দলের বিপক্ষে খেলে নিজ দলের সামর্থ্য যাচাই করতে মুখিয়ে আছে তার দল।

পাপুয়া নিউগিনির অধিনায়ক বলেন, ‘বিশ্বকাপের একটি দল হতে পেরে স্বপ্ন পূরণ হয়েছে আমাদের। যারাই বিশ্বকাপে খেলছে তাদের সবার জন্য এটা উঁচু মঞ্চে নিজেদের প্রমাণ করার সুবর্ণ সুযোগ। নিজেদের সেরাটা দিয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে আমরা মুখিয়ে আছি। বিগত কয়েক বছরে আমরা ওমান ও স্কটল্যান্ডের বিপক্ষে খেলেছি। তবে আমরা যে দলের বিপক্ষে খেলতে মুখিয়ে আছি তা বাংলাদেশ, যারা আইসিসির পূর্ণ সদস্য দেশ। শীর্ষস্থানীয় একটি দলের বিপক্ষে খেলে নিজেদের যাচাই করে নেওয়ার দারুণ সুযোগ আমাদের সামনে। এতে বোঝা যাবে আমাদের অবস্থান কোথায়।’

তিনি আরও বলেন, ‘আমাদের দলে কোনো সুপারস্টার নেই। আমরা শৃঙ্খলিত একটি দল যারা নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করে।’

সর্বশেষ - প্রবাস