বুধবার , ১৮ আগস্ট ২০২১ | ২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

চুলের আগা ফাটলে যেভাবে যত্ন নেবেন

প্রতিবেদক
Probashbd News
আগস্ট ১৮, ২০২১ ১১:৪৬ পূর্বাহ্ণ
চুলের আগা ফাটলে যেভাবে যত্ন নেবেন

কোথাও বেড়াতে যাওয়ার আগে চুল শ্যাম্পু করে ভালোভাবে বাঁধলেন। তারপরে দেখা গেলো চুলের নিচের অংশ ফেটে গিয়েছে যা আপনার পুরো সাজকেই মাটি করে দিচ্ছে। চুল পড়ে যাওয়া, জট পড়ার ঝামেলা তো আছেই। এর সাথে নতুন সমস্যা যোগ হয়েছে চুলের আগা ফেটে যাওয়া। কেন চুলের আগা ফাটে আর  এর প্রতিকার কী চলুন জেনে নেওয়া যাক।

বিভিন্ন কারণে চুলের আগা ফাটতে পারে। শরীরের মধ্যে কিছু পরিবর্তন যেমন এর কারণ হতে পারে, তেমনই বিভিন্ন রাসায়নিকের প্রভাবেও এমন সমস্যা দেখা দেয়। চুলে বেশি তাপ দিল বা বারবার কোনও ধরনের যন্ত্র ব্যবহার হলেও এ ধরনের সমস্যা দেখা দেয়। তার উপরে যদি বারবার চুল আঁচড়ানো হয় বা বিভিন্ন ধরনের রাসায়নিক ব্যবহৃত হয়, তাহলে তো কথাই নেই।

তবে চুলের ডগা ফেটে যাওয়ার সমস্যা এড়ানোর কিছু উপায় রয়েছে। প্রথমত, চুলে গরম জিনিস ব্যবহার করা কমাতে হবে। যদি ব্লো ড্রাই করতে হয় তবে সতর্ক থাকুন। চুলের গোড়ায় গরম হাওয়া দেওয়া যেতে পারে। তবে চুলের নিচের দিকে দিবেন না। চুলে গরম পানি কোনভাবেই দেওয়া যাবে না।

চুলের স্বাস্থ্যের বিষয়ে গুরুত্ব দিতে হবে। কন্ডিশনার এবং তেল যথেষ্ট পরিমাণে ব্যবহার করুন, যাতে চুল শুষ্ক না হয়ে যায়।

সর্বশেষ - সাহিত্য

Translate »