আবারও মা হলেন হলিউড অভিনেত্রী স্কারলেট জোহানসন। এবার কলিন জোস্টের ঘর আলো করে এলো স্কারলেটের প্রথম সন্তান।
বুধবার (১৮ আগস্ট) স্কারলেটের স্বামী কলিন জোস্ট ইনস্টাগ্রামে পোস্ট করে খবরটি জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘আমাদের ঘর আলো করে একটি সন্তান এসেছে। নাম রেখেছি কসমো। আমরা ওকে ভীষণ ভালোবাসি।’
পেজ সিক্সও স্কারলেট-কলিনের পুত্র সন্তান হওয়ার খবরটি প্রকাশ করেছে। দীর্ঘ তিন বছরের সম্পর্কের পর গত বছরের অক্টোবরে লেখক-কমেডিয়ান কলিনকে বিয়ে করেন স্কারলেট জোহানসন। এটি স্কারলেটের তৃতীয় বিয়ে। এর আগে অভিনেতা রায়ান রেনল্ডস ও ফরাসি ব্যবসায়ী রোমেইন ডাউরিয়াককে বিয়ে করেছিলেন অভিনেত্রী। এর মধ্যে রোমেইনের ঘরে জন্ম নেয় তার এক কন্যাসন্তান।