আফগানিস্তানে স্বাধীনতা দিবসে সমাবেশে জাতীয় পতাকা দোলানো মানুষের ওপর গুলি চালিয়ে তালেবান। বৃহস্পতিবার দেশটির আসাদাবাদ শহরে এ ঘটনায় বেশ কয়েকজন নিহত হয়েছে। একজন প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে এমন খবর প্রকাশ করেছে আল আরাবিয়া নিউজ।
গতকাল জালাবাবাদ শহরে একই ধরনের এক ঘটনায় তিনজনের মৃত্যু হয়। তালেবানরা শহরের একটি গুরুত্বপূর্ণ স্কয়ার থেকে আফগানিস্তানের জাতীয় পতাকা সরিয়ে নিজেদের পতাকা লাগালে স্থানীয়রা বিক্ষোভ করে। তারা পতাকা মিছিলও করে। তখন তালেবানরা গুলি চালালে অন্তত তিনজন নিহত হয়।
জানা গেছে, বিক্ষোভকারীরা আফগান পতাকা দুলিয়ে প্রতিবাদ জানায়। এসময় কেউ কেউ তালেবানদের সাদা পতাকা ছিড়ে ফেলে। গত রোববার রাজধানী কাবুল দখল করার পর আফগানিস্তানের বেশ কয়েকটি জায়গায় যে জনপ্রিয় বিরোধিতা দেখা যাচ্ছে, আসাদাবাদের ঘটনা সেগুলোর মধ্যে সবশেষ।
তবে আসাদাবাদে নিহত ব্যক্তিরা গুলিতে নাকি পদপিষ্ট হয়ে মারা গেছে না জানা যায়নি। কুনার প্রদেশের রাজধানী আসাদাবাদের একজন প্রত্যক্ষদর্শী মোহাম্মদ সালিম বলেন, শত শত মানুষ রাস্তায় নেমে আসে। আমি ভয় পেয়ে যাই। প্রথমে আমি যেতে চাইনি। কিন্তু যখন আমার একজন প্রতিবেশীকে দেখি, তখন আমিও ঘরে থাকা পতাকা নিয়ে বেরিয়ে পড়ি।
তিনি বলেন, তালেবানরা গুলি ছোড়ার পর পদপিষ্ট হয়ে বেশ কয়েকজন নিহত এবং আহত হয়। এ বিষয়ে জানতে চাইলে তালেবানের কোনও বক্তব্য পাওয়া যায়নি। উল্লেখ্য, ১৯১৯ সালের ১৯ আগস্ট ব্রিটিশ শাসন থেকে মুক্ত হয় আফগানিস্তান। বৃহস্পতিবার সেই স্বাধীনতা দিবসই উদযাপন করছিল আফগানরা।