রবিবার , ১৩ ফেব্রুয়ারি ২০২২ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার হুমকি ‘পাত্তা দিচ্ছে না’ রাশিয়া

প্রতিবেদক
Probashbd News
ফেব্রুয়ারি ১৩, ২০২২ ১:৩৯ অপরাহ্ণ
যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার হুমকি ‘পাত্তা দিচ্ছে না’ রাশিয়া

Spread the love

রাশিয়া যদি ইউক্রেন আক্রমণ করে তবে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা সমুচিত জবাব দেবে। শনিবার রাতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে এমন হুঁশিয়ারি দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

তবে যুক্তরাষ্ট্রের এই হুমকি আমলে নিচ্ছে না রাশিয়া। এমনটিই জানালেন রাশিয়ার সুইডেন রাষ্ট্রূদূত ভিক্টর তাতারিনসেভ।

স্পষ্টবাদী হিসেবে পরিচিত রুশ এই কূটনীতিক বলেন, পশ্চিমাদের নিষেধাজ্ঞার হুমকি মস্কো পাত্তা দেয়না। 

ভিক্টর তাতারিনসেভ বলেন, এমন ভাষা  ব্যবহারের জন্য আমকে ক্ষমা করবেন। এ সময় অশ্রাব্য একটি শব্দ উচ্চারণ করে তিনি বলেন, তাদের নিষেধাজ্ঞায় আমাদের কিচ্ছু ‘আসে যায় না’। 

তিনি আরও বলেন, ইতোমধ্যে আমাদের ওপর এ ধরনের অনেক নিষেধাজ্ঞা রয়েছে। এসব নিষেধাজ্ঞা অর্থনীতিতে ইতিবাচক প্রভাব রেখেছে মন্তব্য করে তিনি বলেন, নতুন নিষেধাজ্ঞা ইতিবাচক নয়, তবে পশ্চিমারা যেমনটি বলছে তেমনটিও হবে না। 

এর আগে ইউক্রেন নিয়ে চরম উত্তেজনার মধ্যে শনিবার রাতে প্রেডিসেন্ট পুতিন ও বাইডেনের মধ্যে ঘণ্টাব্যাপী ফোন আলাপ হয়। বাইডেন রুশ প্রেসিডেন্টকে সতর্ক করেন।

দীর্ঘ সময় ধরে ইউক্রেন সীমান্তে লাখো সেনার সমাবেশ ঘটিয়েছে ক্রেমলিন। পাল্টা জবাবে পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটোও পূর্ব ইউরোপে সামরিক উপস্থিতি জোরদার করেছে। সব মিলিয়ে ইউরোপে যুদ্ধের দামামা বাজছে। তবে প্রথম থেকেই রাশিয়ার দাবি, ইউক্রেনে হস্তক্ষেপের কোনো পরিকল্পনা দেশটির নেই।

সর্বশেষ - প্রবাস