বাংলাদেশ সফরে আসা নিউ জিল্যান্ডের ক্রিকেটার ফিন অ্যালেন কোভিড পজিটিভ হয়েছেন। রাইজিংবিডিকে কিউই ব্যাটসম্যানের করোনায় আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মেডিকেল বিভাগ। তারা জানায়, প্রটোকল অনুযায়ী তার চিকিৎসা চলছে। আরো বিস্তারিত সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানানো হবে।
নিউ জিল্যান্ড সফরের বিশাল বহর মঙ্গলবার (২৪ আগস্ট) ঢাকায় পা রাখে। তবে অ্যালেন বাংলাদেশে এসেছেন ২০ আগস্ট। তার সঙ্গী ছিলেন কলিন ডি গ্র্যান্ডহোম। এ দুই কিউই ক্রিকেটার ইংল্যান্ডে দ্য হান্ড্রেড টুর্নামেন্ট খেলে বাংলাদেশে আসেন। এসেই রুম কোয়ারেন্টাইনে ছিলেন তারা। ইংল্যান্ড ছাড়ার ৪৮ ঘণ্টা আগে কোভিড পরীক্ষায় নেগেটিভও আসে দুজনের। কোভিডের ভ্যাকসিনও নেওয়া ছিল।
কোয়ারেন্টাইনে থাকা এ ক্রিকেটারকে আরো কিছু দিন চার দেয়ালে বন্দি থাকতে হচ্ছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চিকিৎসা বিভাগের প্রধান দেবাশীষ চৌধুরীর তত্ত্বাবধানে অ্যালেনের চিকিৎসা চলছে। নিউ জিল্যান্ড ক্রিকেটের চিকিৎসা বিভাগের প্রধানও যোগাযোগ রাখছেন। এছাড়া দলের সঙ্গে থাকা কিউইদের ডাক্তার প্যাট ম্যাকহুগও অ্যালেনকে পর্যবেক্ষণ করছেন।
আইসোলেশন থেকে কোভিড নেগেটিভ হওয়ার পর সতীর্থদের সঙ্গে যোগ দিতে পারবেন অ্যালেন। কিউইদের ম্যানেজার মাইক স্যান্ডেল জানান, তার সঙ্গে অ্যালেনের নিয়মিত কথা হচ্ছে। বাংলাদেশ থেকে সর্বোচ্চ সেবা তাকে দেওয়া হচ্ছে।
তিনি বলেন, ‘ফিনের জন্য এটা সত্যিই দুর্ভাগ্যজনক। সে স্বস্তিতে আছে এবং আমরা আশা করছি দ্রুত সুস্থ হয়ে ফিরবে। টেস্টে যখন নেগেটিভ আসবে, তখন ফিরে আসার ছাড়পত্র পাবে।’
বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থায় নিজেদের সন্তুষ্টি প্রকাশ করেছেন মাইক স্যান্ডেল, ‘বাংলাদেশ ক্রিকেট কর্তৃপক্ষ অত্যন্ত পেশাদারিত্বের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করেছে। তারা এ বিষয়ে খুব গুরুত্ব দিয়েছে। আমরা তাদের প্রতি কৃতজ্ঞ।’
আজ ঢাকায় পা রাখা কিউই শিবির বাধ্যতামূলক তিন দিনের কোয়ারেন্টাইনে থাকবে। কোভিড নেগেটিভ আসার পর তারা অনুশীলনের অনুমতি পাবেন। দুই দলের পাঁচ ম্যাচের প্রথম টি-টোয়েন্টি হবে ১ সেপ্টেম্বরে।