বুধবার , ২৫ আগস্ট ২০২১ | ১৫ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

আওয়ামী লীগের আমলে গুম শব্দটি শুনেছি: রিজভী

প্রতিবেদক
Probashbd News
আগস্ট ২৫, ২০২১ ১১:২৬ পূর্বাহ্ণ
আওয়ামী লীগের আমলে গুম শব্দটি শুনেছি: রিজভী

Spread the love

বিএনপির সিনিয়র যুগ্ন মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, গতকাল একটা প্রোগ্রামে প্রধানমন্ত্রীর বক্তব্য দিয়েছেন ২১ আগস্ট গ্রেনেড হামলা তৎকালীন বিএনপি সরকার নাকি লাশ গুম করেছিল। প্রতিদিন তিনি অদ্ভুত অদ্ভুত মিথ্যা কথা বলেন। গুম শব্দটি আমরা তো আগে শুনিনি। এই আওয়ামী লীগ সরকারের আমলে গুম কি ও কত প্রকার তা জানতে পেরেছি।এই সরকারের আমলেই এ শব্দটি পরিচিত পেয়েছে। 

বুধবার দুপুরে ঢাকা রিপোটার্স ইউনিটির মিলনায়তনে মানব সেবা সংঘ নামের একটি সংগঠনের আয়োজনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৭৬তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলায় তৎকালীন বিএনপি সরকার লাশ গুম করেছে এ ধরনের বিভ্রান্তিমূলক বক্তব্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করতে পারবেন না।  

রিজভী বলেন, জাতীয় পার্টির আমলে আপনি শেখ হাসিনা বলেছিলেন যারা এই সরকারের অধীনে নির্বাচনে যাবে তারা জাতীয় বেঈমান।  কিন্তু ২৪ ঘণ্টার মধ্যে আপনি তার সঙ্গে নির্বাচনে গিয়েছিলেন। আর সেই থেকে জনগণ আপনার কথায় বিশ্বাস করে না। 

তিনি বলেন, মিয়ানমারের সেনাবাহিনীর ও সরকারের অত্যাচারে রোহিঙ্গারা এদেশে এসেছে চার বছর হল। এই চার বছরে আপনি প্রধানমন্ত্রী তো তাদেরকে ফিরে যাওয়ার কোনো ব্যবস্থা করতে পারেননি। সুতরাং আপনার এই ধরনের বক্তব্য দেশের জনগণ কানাকড়িও বিশ্বাস করে না। আর আপনি (শেখ হাসিনা)বড় বড় কথা বলেন।

করোনার টিকা নিয়ে বিএনপির এই নেতা বলেন, করোনার ক্ষেত্রে, টিকার ক্ষেত্রে, বৈশ্বিক মহামারির ক্ষেত্রে আপনি (শেখ হাসিনা) সম্পূর্ণভাবে ব্যর্থ। আপনারা আওয়ামী লীগ একটা ক্ষেত্রে সফল দুর্নীতি ও আপনার নেতাদের পকেট ভারী করার ক্ষেত্রে এছাড়া অন্য কোন যোগ্যতা বা সফলতা আপনাদের নেই।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, আজ কতদিন থেকে স্কুল-কলেজ বন্ধ। অথচ এই বিষয়ে আপনার কোনো বক্তব্য নেই। আজ বিশ্বে নানাভাবে শিক্ষার্থীদের শিক্ষার ব্যবস্থা করছে, অথচ আপনি পারছেন না। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বেকার হয়ে ঘুরে বেড়াচ্ছে। আর আপনি একটার পর একটা অসত্য, বানোয়াট কথা বলে মানুষের দৃষ্টি অন্যদিকে নেওয়ার চেষ্টা করছেন।

তিনি বলেন, এখন অন্ধকার এর ভেতরে অন্ধকার থেকে অনেক কিছু বেরিয়ে আসছে। সেগুলো বেরিয়ে আসার কারণে মানুষ ঠিকই বুঝতে পারছে ২১ আগস্টসহ অন্যান্য ঘটনা শেখ হাসিনার ভাবমূর্তিকে বাড়ানোর জন্য, এবং বিএনপির ভাবমূর্তি নষ্ট করার জন্য। এটা আজকের যে সরকার তাদের প্রজ্ঞা থাকতে পারে বা অন্য কিছু থাকতে পারে। যে কাজগুলো সেদিন তারা করেছে।

বিএনপির এই নেতা বলেন, দেশের জনগণ বুঝতে পেরেছে। দেশের জন্য জনগণের জন্য কাজ করে দেশপ্রেমিক রাজনৈতিক দল বিএনপি।  এই দলের যিনি প্রধান তিনি কথা দিয়ে কথা রাখেন। তার পক্ষে জনগণ বিরোধী কোনো কাজ করা সম্ভব নয়। এদেশে গণতন্ত্র ফিরিয়ে আনা এটা করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তার স্ত্রী বেগম খালেদা জিয়া। তারপরে উন্নয়ন ও উৎপাদন যে অবদান সেই অবদান বেগম খালেদা জিয়ার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এই নাম কোনভাবে মুছে ফেলা যাবে না। এই নাম শেখ হাসিনা যেভাবে মোছার চেষ্টা করুক না কেন। বঙ্গোপসাগরের সব পানি দিয়ে মুছে চেষ্টা করলেও কোনো লাভ হবে না।

সংগঠনের সভাপতি সঞ্জয় দে রিপনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূইয়া, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক গৌতম চক্রবর্তী, নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী প্রমুখ বক্তব্য দেন।

সর্বশেষ - প্রবাস