বাংলাদেশ প্রেসক্লাব কাতারের সিনিয়র সহসভাপতি শরিফুল ইসলাম আবুল (৬৬) আর পৃথিবীতে বেঁচে নেই। ইন্না-লিল্লাহে ওয়ইন্না ইলাহে রাজিউন।
ঢাকা জেলার নবাবগন্জ উপজেলার মাগমারায় নিজ গ্রামে সকাল ১১টা ৩০ মিনিটে ব্রেইন স্ট্রোক করে মারা যান।
বিষয়টি নিশ্চিত করেছেন তার বন্ধু মশিউর রহমান টিটু ও তার পরিবার।
তার মৃত্যুতে বাংলাদেশ প্রেসক্লাব কাতারসহ বাংলাদেশ কমিউনিটির মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
এছাড়া তার মৃত্যুতে বাংলাদেশ প্রেসক্লাবসহ অন্যান্য সামজিক সংগঠন গভীর সমবেদনা জানায়।
শারীরিক অসুস্থতা নিয়ে গত মাসে তিনি কাতার থেকে বাংলাদেশে চিকিৎসার জন্য ছুটিতে যান। মৃত্যু কালে তার স্ত্রী এবং এক মেয়েসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।