শনিবার , ৪ সেপ্টেম্বর ২০২১ | ১৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

হামলার পর নিউজিল্যান্ডে সুপারমার্কেটে ছুরি বিক্রি ‘বন্ধ’

প্রতিবেদক
Probashbd News
সেপ্টেম্বর ৪, ২০২১ ৯:৪২ পূর্বাহ্ণ
হামলার পর নিউজিল্যান্ডে সুপারমার্কেটে ছুরি বিক্রি ‘বন্ধ’

Spread the love

নিউজিল্যান্ডের কাউন্টডাউন সুপারমার্কেট সাময়িকভাবে ছুরি এবং কাঁচি বিক্রি বন্ধ করে দিয়েছে। স্থায়ীভাবে ছুরি এবং কাঁচি বিক্রি বন্ধ করে দেয়া হবে কিনা সেটিও ভাবছে তারা। শুক্রবার সেখানে ছুরি দিয়ে সন্ত্রাসী হামলার পর এমন সিদ্ধান্ত নিয়েছে সুপারমার্কেট কর্তৃপক্ষ। খবর নিউজিল্যান্ড হেরাল্ডের।

ইসলামিক স্টেটের (আইএস) মতাদর্শে অনুপ্রাণিত হয়ে এক ব্যক্তি নিউ লিনের কাউন্টডাউন সুপারমার্কেটে ছুরি দিয়ে হামলা চালায়। এ ঘটনায় ছয়জন আহত হয়। তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। হামলার পরপরই পুলিশের গুলিতে নিহত হয় ৩২ বছর বয়সী হামলাকারী।

কাউন্টডাউনের করপোরেট অ্যাফেয়ার্সের জেনারেল ম্যানেজার কিরি হানিফিন বলেছেন, সুপারমার্কেট চেইন সাময়িক সময়ের জন্য তাদের তাক থেকে সব ছুরি এবং কাঁচি সরিয়ে ফেলেছে। এখন আমরা চিন্তা করছি এসব পণ্যের বিক্রি অব্যাহত রাখবো কিনা। আসলে আমাদের টিমের প্রতি সাপোর্ট দেখাতেই এমন সিদ্ধান্ত।

হানিফিন বলেন, বিশেষ করে গতকালের ঘটনার পর আমরা চেয়েছি আমাদের টিম যখন কাজে আসবে তখন যেন তারা নিরাপদ বোধ করে। আমাদের টিম একটি পরিবার এবং যখন আমাদের একটি দোকানে আঘাত আসে, তখন আমাদের সবার ওপর আঘাত আসে।

তিনি বলেন, আমরা আমাদের ক্রেতাদের কাছে অনেক কৃতজ্ঞ যারা আমাদের সুপারমার্কেট কিছু সময় বন্ধ রাখার সিদ্ধান্তকে সমর্থন করেছেন এবং গত রাতে এবং আজ আমাদের সহায়তার বার্তা পাঠিয়েছেন। এদিকে ফুডস্টাফস নিউজিল্যান্ডও জানিয়েছে, তারা ক্রেতাদের নিরাপত্তা বিবেচনায় তাদের সব দোকানের তাক থেকে ছুরি সরিয়ে ফেলেছেন।

সর্বশেষ - প্রবাস

Translate »