শনিবার , ৪ সেপ্টেম্বর ২০২১ | ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

ক্লাসের বিকল্প কিছু নেই: শিক্ষামন্ত্রী

প্রতিবেদক
Probashbd News
সেপ্টেম্বর ৪, ২০২১ ১০:০৭ পূর্বাহ্ণ
ক্লাসের বিকল্প কিছু নেই: শিক্ষামন্ত্রী

Spread the love

শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার পর শিক্ষার্থীদের ঘাটতি পূরণে সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শনিবার (৪ সেপ্টেম্বর) দুপুর আড়াইটায় চাঁদপুরে কর্মরত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আপনারা জানেন দীর্ঘদিন শিক্ষার্থীদের পাঠদান বন্ধ ছিলো না। আমরা তাদের জন্য অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছিলাম। আমরা যখন দেখি কিছু শিক্ষার্থীর টেলিভিশন দেখার সুযোগ ছিলো না বা অনলাইন ক্লাসে অংশগ্রহণ করার সুযোগ ছিলো না, তখনই আমরা অ্যাসাইনমেন্টের ব্যবস্থা করেছি। এ অ্যাসাইনমেন্টের মাধ্যমে সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থীদের কাছাকাছি পৌঁছতে পেরেছি আমরা। ক্লাসের মতো ষোলআনা শিক্ষার কোনো বিকল্প কিছু নেই। সে ঘাটতি রয়েই গেছে। তাই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার পর সেই ঘাটতি পূরণে সুনির্দিষ্ট বেশ কিছু পরিকল্পনা রয়েছে।

সভায় জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, পুলিশ সুপার মিলন মাহমুদ, সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্লাহ, নৌ-পুলিশের এসপি মোহাম্মদ কামরুজ্জামান, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর মোহাম্মদ নাসিম আক্তারসহ জেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের প্রধানরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - প্রবাস

Translate »