ভারতের পশ্চিমবঙ্গের ভবানিপুর আসনে আগামী ৩০ সেপ্টেম্বর উপনির্বাচন ঘোষণা করা হয়েছে। শনিবার দেশটির নির্বাচন কমিশন উপনির্বাচনের এ তারিখ ঘোষণা করে।
এ নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী থাকতে হলে এই আসনে মমতা বন্দ্যোপাধ্যায়কে জয়লাভ করতেই হবে। খবর হিন্দুস্তান টাইমসের।
ভারতের নির্বাচন কমিশন জানিয়েছে, সাংবিধানিক বাধ্যবাধকতা এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বিশেষ অনুরোধে ভবানিপুর আসনের উপনির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। এক্ষেত্রে কমিশন কোভিড-১৯ সুরক্ষার যাবতীয় বিধিনিষেধ সাধ্যমত অনুসরণের চেষ্টা করবে বলেও জানানো হয়েছে।
গত ৫ মে মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিধায়ক না হওয়ায় সংবিধানের নিয়ম অনুযায়ী, তাকে ৬ মাসের মধ্যে নির্বাচন জিতে আসতে হবে। তাই উপনির্বাচনের জন্য তদবির চালাচ্ছিল তৃণমূল।
যদিও করোনাভাইরাস পরিস্থিতির জন্য উপনির্বাচনের বিরোধিতা করে আসছিল বিজেপি। শেষপর্যন্ত উপনির্বাচন নিয়ে বিজেপির আপত্তি ধোপে টেকেনি। শুধুমাত্র ভবানীপুরেই উপনির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে।