সোমবার , ৬ সেপ্টেম্বর ২০২১ | ১৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

লিটার প্রতি তেলের দাম আরও বাড়ল

প্রতিবেদক
Probashbd News
সেপ্টেম্বর ৬, ২০২১ ৯:৩৩ পূর্বাহ্ণ
লিটার প্রতি তেলের দাম আরও বাড়ল

Spread the love

দেশে সয়াবিন ও পাম অয়েলের দাম আরও বাড়ানো হয়েছে। তেল পরিশোধন ও বিপণনকারীদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন বাণিজ্য মন্ত্রণালয় এবং বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নেয়।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটারে চার টাকা বাড়ানো হয়েছে।

প্রতি লিটার খোলা সয়াবিন তেলের সর্বোচ্চ দাম ১২৯ টাকা এবং বোতলজাত সয়াবিন তেলের লিটার ১৫৩ টাকা করা হয়েছে। এর আগের খোলা সয়াবিন তেল এক লিটারের মূল্য ছিল ১২৫ টাকা। আর এক লিটার বোতলজাত সয়াবিন তেলের মূল্য ছিল ১৪৯ টাকা।

অন্যদিকে বোতলজাত ৫ লিটার সয়াবিন তেলের দাম নির্ধারণ করা হয়েছে ৭২৮ টাকা এবং এক লিটার খোলা পামঅয়েল ১১৬ টাকা নির্ধারণ করা হয়েছে। আগে বোতলজাত ৫ লিটারের দাম ছিল ৭১২ টাকা। খোলা পামঅয়েল ছিল ১০৮টাকা লিটার।

বাণিজ্য মন্ত্রণালয় ও ব্যবসায়ীদের সংগঠন থেকে রোববার (৫ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গেল মে মাসে যে মূল্য নির্ধারণ করা হয়েছিল, সয়াবিন তেলের ক্ষেত্রে সেটাই পুনর্বহাল করা হয়েছে। এখন থেকে দেশের বাজারে প্রতি লিটার খোলা সয়াবিন তেলের সর্বোচ্চ ১২৯ টাকা এবং বোতলজাত সয়াবিন তেল ১৫৩ টাকায় বিক্রি করা হবে।

অন্যদিকে বোতলজাত প্রতি ৫ লিটার সয়াবিন তেলের দাম সর্বোচ্চ ৭২৮ টাকা এবং খোলা প্রতি লিটার পামঅয়েল ১১৬ টাকা দামে বিক্রি হবে।

সর্বশেষ - প্রবাস

Translate »