শনিবার , ১১ সেপ্টেম্বর ২০২১ | ১৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

টি-টোয়েন্টিতে বাংলাদেশের দুর্দান্ত পারফরম্যান্সে অস্ট্রেলিয়া দূতাবাসের অভিনন্দন

প্রতিবেদক
Probashbd News
সেপ্টেম্বর ১১, ২০২১ ১১:৫৯ পূর্বাহ্ণ
টি-টোয়েন্টিতে বাংলাদেশের দুর্দান্ত পারফরম্যান্সে অস্ট্রেলিয়া দূতাবাসের অভিনন্দন

Spread the love

ঘরের মাঠে বাংলাদেশ ক্রিকেট দল দুর্দান্ত খেলছে। অস্ট্রেলিয়াকে ৪-১ ব্যবধানে হারানোর পর নিউজিল্যান্ডের বিপক্ষেও সিরিজ জিতল মাহমুদউল্লাহ বাহিনী।

কিউইদের ৩-২ ব্যবধানে হারিয়ে সিরিজ নিজেদের করে নিয়েছে টাইগাররা।

এমন দুটি সিরিজ জয় নিয়ে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের উচ্ছ্বাসটা একটু বেশিই হতে পারে। কারণ দুই দেশের বিপক্ষেই প্রথমবারের মতো সিরিজ জয় করল টাইগারা। 

বাংলাদেশের এই উচ্ছ্বাসে এবার ভাগ বসাল অস্ট্রেলিয়া দূতাবাস। বাংলাদেশে অবস্থিত অস্ট্রেলিয়া দূতাবাসের ফেসবুক পেজে এ নিয়ে স্ট্যাটাস দিয়েছে।

শনিবার বিকেলে অস্ট্রেলিয়া দূতাবাসের ফেসবুক পেজে তিনটি ছবি আপলোড করা হয়েছে। একটি ছবিতে দেখা যাচ্ছে, বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসানের সঙ্গে টাইগার জয় উচ্ছ্বাস প্রকাশ করছেন ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ান হাইকমিশনার জেরেমি ব্রুয়ার। 

অন্য আরেকটিতে, সাকিব ও জেরেমি ব্রুয়ার সঙ্গে দাঁড়িয়ে হাই কমিশনারের স্ত্রী ক্যাথি হ্যারিংটন। আরেকটি ছবিতে, সাকিবের সঙ্গে মুখোমুখি কথা বলছেন জেরেমি ব্রুয়া। অন্য ছবিতে দেখা গেছে, সাকিব ও জেরেমি ব্রুয়ার সঙ্গে রয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন।

সবগুলো ছবিই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের ভিআইপি বক্সে তোলা।

পোস্টের ক্যাপশনে অস্ট্রেলিয়া দূতাবাস লিখেছে, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে টানা টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশের দুর্দান্ত জয়লাভ করায় অস্ট্রেলিয়ান হাই কমিশনার জেরেমি ব্রুয়ার ও তার স্ত্রী ক্যাথি হ্যারিংটন অভিনন্দন জানিয়েছেন। @bcbtigercricket #ক্রিকেট

সর্বশেষ - প্রবাস