রবিবার , ১২ সেপ্টেম্বর ২০২১ | ১৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

বিএনপির নির্বাহী কমিটির বৈঠক ডেকেছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান

প্রতিবেদক
Probashbd News
সেপ্টেম্বর ১২, ২০২১ ১০:৩০ পূর্বাহ্ণ
বিএনপির নির্বাহী কমিটির বৈঠক ডেকেছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান

Spread the love

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বৈঠক ডেকেছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

আগামী ১৪ থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত এ বৈঠক হবে বলে জানিয়েছেন দলটির দপ্তরের দায়িত্বে থাকা সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। 

তিনি জানান, ১৪ সেপ্টেম্বর ভাইস চেয়ারম্যান ও উপদেষ্টাদের সঙ্গে বৈঠক হবে। ১৫ তারিখ যুগ্ম মহাসচিব ও সম্পাদকমণ্ডলীর সদস্য এবং ১৬ সেপ্টেম্বর নির্বাহী কমিটির সদস্য ও বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সঙ্গে বৈঠক হবে। 

বিকাল সাড়ে ৩টা থেকে গুলশান কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে সভাপতিত্ব করবেন তারেক রহমান। 

ইমরান সালেহ প্রিন্স আরও জানান, সাধারণত বিএনপির জাতীয় নির্বাহীর কমিটির বৈঠক বড় কোনো জায়গায় একসঙ্গে হয়। কিন্তু আমরা এ রকম স্থান না পাওয়ায় গুলশান কার্যালয়ে করার সিদ্ধান্ত নিয়েছি। 

উল্লেখ্য, সর্বশেষ খালেদা জিয়ার কারাগারে যাওয়ার আগে ২০১৮ সালে ৩ ফেব্রুয়ারি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বৈঠক হয়েছিল।

সর্বশেষ - প্রবাস

Translate »